প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ০০:০০

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের কৃতী সন্তান সুজিত রায় নন্দী-২ দিনের সফরে আজ চাঁদপুর আসছেন।
তিনি আজ ২১ মার্চ মঙ্গলবার ভোর ৬টায় নৌপথে রওয়ানা হয়ে সকাল সাড়ে ৯টায় চাঁদপুর পৌঁছবেন।
এরপর সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার ওয়ারল্যাছ মোড়স্থ ফিশারী মাঠ প্রাঙ্গণে চাঁদপুর সিটি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন সেখানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ।
বিকেল ৩টায় চাঁদপুর সিটি কলেজের ক্রীড়া, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল সহ বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পরদিন বুধবার সকালে কুমুড়ুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন।
এছাড়াও তিনি দিনব্যাপী রাজনৈতিক, সাংস্কৃতিক, সামজিক ও বিভিন্ন অনুষ্ঠান শেষে বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।