চাঁদপুর, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯, ২৮ শাবান ১৪৪৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্মাণ কাজের অভিযোগ
  •   মতলবে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৪ জেলে কে ১ মাসের কারাদণ্ড
  •   চাঁদপুরে ১৬০ টাকায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেলেন ৯৩ জন
  •   ২শ’ পিচ ইয়াবাসহ সাংবাদিক নামধারী ফাহিম শাহরিন কৌশিকের মোটরসাইকেল জব্দ
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ০০:০০

১৩ পদের বিপরীতে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ২২ জন
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের পক্ষ থেকে গঠিত নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী গত ২৭ জানুয়ারি শুক্রবার ছিলো প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন। সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আয়কর উপদেষ্টা শাহ মোঃ আঃ কুদ্দুছের কাছ থেকে ১৩টি পদের বিপরীতে ২২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এদিকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহকালে নির্বাচন কমিশনার মঞ্জুরুল ইসলাম মন্জু মাঝি, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর ও নির্বাচন কমিশনার সোহেল রানা উপস্থিত ছিলেন।

অপরদিকে মনোনয়নপত্র উত্তোলনের শেষ সময় পর্যন্ত ১৩টি পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হচ্ছেন যথাক্রমে সভাপতি পদে মোঃ জাকির লস্কর, মোঃ আলী শিকদার ও মোঃ ইউনুছ খান ; সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ মাসুদ রানা ও জাকির হোসেন প্রধানিয়া ; সহ-সভাপতি পদে নজরুল ইসলাম ও উত্তম ঘোষ ; সাধারণ সম্পাদক পদে হারুন হাওলাদার ও কবির হোসেন খান ; সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান ও মোঃ নূর মোহাম্মদ কাজী ; যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ নাছির উদ্দীন ও মোঃ মমিন মিয়া ; সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আলমগীর খান ও সাইফুল ইসলাম রতন ; অর্থ সম্পাদক পদে মোঃ মানিক ; দপ্তর সম্পাদক পদে মোঃ ফারুক হোসেন ; প্রচার সম্পাদক পদে মোঃ ফরিদ গাজী ; কার্যনির্বাহী সদস্য পদে মোঃ বিল্লাল মিজি, মোঃ সোহাগ বেপারী, আরিফুর রহমান ও আবুল বাশার গাজী।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় । মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৯ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ৩০ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩১ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ১ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে।

আর ১১ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চাঁদপুর পৌর পাঠাগারে অথবা সমিতির নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান নির্বাচন কমিশন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়