প্রকাশ : ২৩ অক্টোবর ২০২২, ০০:০০

কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের বলরা বন্ধন সমাজকল্যাণ সংঘ আয়োজিত ২য় মাদক বিরোধী ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর শনিবার বিকেলে বলরা গ্রামে বালুর মাঠে এ খেলার আয়োজন করা হয়। ফাইনালে কচুয়া কোয়া একাদশকে ০-২ গোলে হারিয়ে কেশেরকোট ভাই ভাই একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বলরা বন্ধন সমাজকল্যাণ সংঘের সভাপতি সফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোশারফ হোসেন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নব-নির্বাচিত কচুয়া আসনের জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আমির হোসেন, আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ প্রমুখ। বক্তব্য শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।