প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জ পৌরসভাধীন ১শ’ ১০ একর জমি নিয়ে গঠিত মিরপুর চর ইজারা সঠিক প্রক্রিয়ায় সম্পন্ন করতে কৃষকদের স্বার্থে মিরপুর চর পরিচালনার জন্যে সর্বসম্মতিক্রমে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি করা হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন রুনু ও সাধারণ সম্পাদক করা হয়েছে দলিল লেখক জাকির হোসেন চৌধুরীকে।
গত মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে উক্ত কমিটি ঘোষণা করার মধ্যে দিয়ে উক্ত চর ইজারা দেয়ার কার্যক্রম চলছে।
একই কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছে ৫জন। এই ৫ উপদেষ্টা হলেন যথাক্রমে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়াজী, হারুনুর রশিদ পাটওয়ারী, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক মোঃ লোকমান হোসেন, আব্বাছ উদ্দীন ও খোকন।
চরের মধ্যে থাকা জমির মালিক ও চর পরিচালনা কমিটির সভাপতি মোশারফ হোসেন রুনু বলেন, চরের প্রকৃত জমির মালিকরা যাতে চর ইজারা দিয়ে তাদের ন্যায্য পাওনা বুঝে পায় এটিই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী বলেন, চরের মধ্যে থাকা জমির মালিক ছাড়া অন্য কেউ চর পরিচালনা কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারবে না।