চাঁদপুর, শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০, ২০ জিলকদ ১৪৪৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ১৭ জুন জেলা আওয়ামী লীগের সম্মেলন না করতে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের সর্বোচ্চ চেষ্টা
  •   বিজ্ঞান শিক্ষায় আগ্রহীদের উদ্ভাবক হিসেবে তৈরি করতে হবে : জেলা প্রশাসক কামরুল হাসান
  •   একদিনের ব্যবধানে ৪ মেয়ে শিশুর মৃত্যু : এবার আশিকাটিতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন
  •   ২৮৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো হাজীগঞ্জ পৌরসভা

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩, ০০:০০

আজ বাগাদী দরবারের পীর আল্লামা আরিফ উল্যাহ খানের ৮ম ওফাত দিবস
প্রেস বিজ্ঞপ্তি ॥

আজ ৮ রমজান শুক্রবার চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বাগাদী দরবার শরীফের সাজ্জাদানশীন পীর সাহেব কুতুবুজ্জামান শাহসুফী আলহাজ্জ্ব আল্লামা আরিফ উল্যাহ খান (রহঃ)-এর ৮ম ওফাত দিবস। তিনি ২০১৫ সালের ২৬ জুন শুক্রবার মোতাবেক ৮ রামজান হাজারো ভক্ত, মুরিদ আশেকানদের কাঁদিয়ে ওফাত লাভ করেন। দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালনের জন্যে বাগাদী দরবার শরীফ, পীর আরিফ উল্যাহ খান (রহঃ) ফাউন্ডেশন ও আঞ্জুমানে আশেকুল আরেফীনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে বাগাদী দরবার শরীফ ছাড়াও বিভিন্ন স্থানে সওয়াব রেসানী মাহফিল মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

বাগাদী দরবারের উজ্জ্বল নক্ষত্র ছিলেন কুতুবুজ্জামান পীরে কামেল আল্লামা আরিফ উল্যাহ খান (রহঃ)। তাঁর বর্ণিল কর্মময় জীবনে পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। যাঁর কর্মময় জীবনের ব্যাপ্তি অনন্তকাল অমলিন থাকবে।

বাগাদী দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম পীর সাহেব হুজুর কেবলা ফুরফুরা শরীফের বিশিষ্ট খলিফা শাহসুফী আলহাজ্ব হযরত মাওলানা সালামত উল্যাহ খান (রহঃ)-এর আদরের সুযোগ্য নাতি ফুরফুরা সিলসিলার আওলাদে মুজাদ্দেদে জামানের ফুরফুরার শাহসুফী নাজমুস সাদাত সিদ্দিকী আল কুরাইশী ফুরফুরাভী হুজুর কেবলার একান্ত ছোহবত ও ইজাজত প্রাপ্ত, ফুরফুরার পীর আবুল আনছার মুহাম্মদ কাহহার সিদ্দিকী আল কুরাইশ ফুরফুরাভী (রহঃ) আশির্বাদ প্রাপ্ত ও ফুরফুরা শরীফের খলিফা নানুপুর-যাত্রাবাড়ির পীর সাহেব হুজুরের খেলাফতপ্রাপ্ত প্রধান খলিফা বাগাদী দরবার শরীফের কুতুবুজ্জামান পীরে মোকাম্মেল আলহাজ্ব হযরত মাওলানা আরিফ উল্যাহ খান (রহঃ)।

নিজের মরহুম দাদা হুজুর কেবলা, ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান আবুবকর সিদ্দিকী আল-কুরাইশী ফুরফুরাভী (রহঃ)-এর খলিফা, ঐতিহ্যবাহী বাগাদী দরবার শরীফের আলা’ হযরত পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা সালামত উল্যাহ খান ফুরফুরাভী (রহঃ) এর স্নেহ-আদর-ভালোবাসা আর আদর্শে বুকে ধারণ করে, নিজ পিতা পীরে কামেল আল্লামা ছায়াদ উল্যাহ খান (রহঃ) এর গভীর সান্নিধ্যে থেকে দোয়া ও ইজাজত প্রাপ্ত হয়ে ফুরফুরার হুজুর কেবলার অসিয়ত ও নিজ ভগ্নিপতি যাত্রাবাড়ির/নানুপুরের পীর সাহেবের খেলাফত প্রাপ্ত হয়ে ধীরে ধীরে তিনি আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধি লাভ করে মানুষকে আধ্যাত্মিক দীক্ষা ও আমজনতাকে হেদায়াতের কাজে আত্মনিয়োগ করেন।

বিভিন্ন এলাকায় ওয়াজ-নসিহত, মানুষের প্রাত্যহিক সমস্যার শরয়ী ব্যাখ্যা প্রদান ও মানুষকে হেদায়াতের পথে আহ্বান জানানোর মধ্য দিয়ে তিনি তাঁর গোটা জীবন অতিবাহিত করেন।

হুজুরের ৮ম ওফাত দিবসে দোয়া কামনা করেছেন হুজুরের বড় সাহেবজাদা ও খলিফা বাগাদী দরবারের সাজ্জাদানশীন সাহেবজাদা আলহাজ্ব আল্লামা আশেকুল আরেফীন সিদ্দীকি, মেঝো সাহেবজাদা পীরজাদা মেহেদী হাসান খান ও ছোট সাহেবজাদা পীরজাদা জুনায়েদ উল্যাহ খান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়