চাঁদপুর, শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০, ২০ জিলকদ ১৪৪৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ১৭ জুন জেলা আওয়ামী লীগের সম্মেলন না করতে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের সর্বোচ্চ চেষ্টা
  •   বিজ্ঞান শিক্ষায় আগ্রহীদের উদ্ভাবক হিসেবে তৈরি করতে হবে : জেলা প্রশাসক কামরুল হাসান
  •   একদিনের ব্যবধানে ৪ মেয়ে শিশুর মৃত্যু : এবার আশিকাটিতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন
  •   ২৮৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো হাজীগঞ্জ পৌরসভা

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩, ০০:০০

কচুয়ায় জনচলাচলের রাস্তার ওপর দেয়াল নির্মাণ ॥ জনদুর্ভোগ
নিজস্ব প্রতিনিধি ॥

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে ২শ’ পরিবারের চলাচলের রাস্তার ওপর দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। শ্রীরামপুর গ্রামের ছৈয়াল বাড়ি-নলুয়া বাড়ির জনচলাচলের রাস্তার ওপর দেয়াল নির্মাণ করে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে গোলাফ হোসেন গ্রামবাসীর পক্ষে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ২৩মার্চ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ছৈয়াল বাড়ি হতে নলুয়া বাড়ি পর্যন্ত রাস্তাটি ১শ’ বছরের পুরানো। এই রাস্তা দিয়ে গাজী বাড়ি, পাটওয়ারী বাড়ি, পূর্ব ছৈয়াল বাড়ি ও নলুয়া বাড়ির ২হাজার লোক প্রতিদিন চলাচল করে থাকে। দেয়াল নির্মাণের ফলে স্কুল, কলেজের শিক্ষার্থীদের চলাচলের অসুবিধা হচ্ছে। ফলে ক্রমেই জনদুর্ভোগ বেড়ে চলছে। সম্প্রতি ওই গ্রামের মৃত ইব্রাহিম প্রধানের ছেলে জুনায়েদ রাস্তার ওপর দেয়াল নির্মাণ করে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ওই গ্রামের বাসিন্দা শহিদুল্লাহ, আব্দুল লতিফ, জালাল উদ্দিন ও ওয়ালি উল্লাহ জানান, সরকারি হালটের ওপর দিয়ে যাওয়া রাস্তার ওপর জুনায়েদ গং জোরপূর্বক দেয়াল নির্মাণ করে। আমরা গ্রামবাসী অচিরেই রাস্তার ওপর নির্মিত দেয়াল সরিয়ে জনচলাচলের জন্য পূর্বের ন্যায় উন্মুক্ত করতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এ ব্যাপারে জুনায়েদ জানান, আমার জায়গার ওপর দেয়াল নির্মাণ করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়