চাঁদপুর, শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০, ২০ জিলকদ ১৪৪৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ১৭ জুন জেলা আওয়ামী লীগের সম্মেলন না করতে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের সর্বোচ্চ চেষ্টা
  •   বিজ্ঞান শিক্ষায় আগ্রহীদের উদ্ভাবক হিসেবে তৈরি করতে হবে : জেলা প্রশাসক কামরুল হাসান
  •   একদিনের ব্যবধানে ৪ মেয়ে শিশুর মৃত্যু : এবার আশিকাটিতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন
  •   ২৮৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো হাজীগঞ্জ পৌরসভা

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ০০:০০

বিলে ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোরের মৃত্যু
মিজানুর রহমান ॥

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের পূর্ব রামদাসদী গ্রামের হাফেজ খান বাড়ি সংলগ্ন কৈয়ার বিলে ফুটবল খেলতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। ২৯ মার্চ বুধবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো মিনাজ খান (১৪) (পিতা জাহাঙ্গীর খান) ও তানিম মিজি (১৫) (পিতা আক্তার মিজি)। তাদের বাড়ি দোকানঘর লালুর দোকান এলাকায়। মিনাজ ৮ম শ্রেণিতে নূরিয়া পাইলট স্কুলের ও তানিম মিজি ৭ম শ্রেণিতে লক্ষ্মীপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার ছাত্র বলে জানা যায়।

ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক মাঝি বলেন, এলাকার ছেলেরা মিলে ফুটবল খেলছিলো। এ সময় ঝড়-বৃষ্টি হয়। বিলের মধ্যে বিদ্যুতের তার ছিঁড়ে যে পড়ে আছে ছেলেরা তা দেখতে পায়নি। খেলার সময় মাটিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যায় তারা দুজন। তাদেরকে দ্রুত আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি টুটন মজুমদার বলেন, এই বিলের মধ্যে স্থানীয় শিশু-কিশোররা সবসময়ই খেলে। সকালবেলায় ঝড়-বৃষ্টিতে গাছ পড়ে বিদ্যুতের লাইনের তার মাটিতে পড়েছিলো। সেই তারে জড়িয়ে এলাকার দুটি ছেলের মৃত্যুর ঘটনা খুবই মর্মান্তিক। আমাদের ইউনিয়নের পশ্চিম রামদাসদীসহ অনেক এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুতের খুঁটি না থাকায় অনেক দূর থেকে গ্রাহকরা বাসাবাড়ির লাইন নিয়ে বিদ্যুৎ ব্যবহার করছে। বিষয়টিতে চাঁদপুর পল্লী বিদ্যুৎ বিভাগের নজর দেয়া উচিত।

এদিকে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, বিদ্যুৎস্পৃষ্টে দুটি বালকের মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়ায় এদিন বিকেলে আমরা স্বজনদের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়