চাঁদপুর, শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০, ২০ জিলকদ ১৪৪৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ১৭ জুন জেলা আওয়ামী লীগের সম্মেলন না করতে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের সর্বোচ্চ চেষ্টা
  •   বিজ্ঞান শিক্ষায় আগ্রহীদের উদ্ভাবক হিসেবে তৈরি করতে হবে : জেলা প্রশাসক কামরুল হাসান
  •   একদিনের ব্যবধানে ৪ মেয়ে শিশুর মৃত্যু : এবার আশিকাটিতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন
  •   ২৮৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো হাজীগঞ্জ পৌরসভা

প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ০০:০০

কৃষ্টক্যাফের স্বত্বাধিকারী সমীর সাহার পরলোকগমন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের প্রসিদ্ধ মিষ্টিজাত দ্রব্যের প্রতিষ্ঠান কৃষ্টক্যাফের প্রতিষ্ঠাতা স্বর্গীয় কৃষ্ণ চন্দ্র সাহার জ্যেষ্ঠ পুত্র ও বীর মুক্তিযোদ্ধা অজিত সাহার ভ্রাতুষ্পুত্র সমীর সাহা আর বেঁচে নেই। তিনি ২০ মার্চ সোমবার দুপুর ১টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পরলোকগমন করেন (দিব্যান লোকান স্ গচ্ছতু)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল রাতে তার মরদেহ চাঁদপুর শহরের মুন্সেফ পাড়াস্থ নিজ বাসভবনে নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। এ সময় আত্মীয়-স্বজন থেকে শুরু করে বহু শুভানুধ্যায়ীগণ তাকে শেষবারের মত এক নজর দেখার জন্য তার বাসভবনে ভিড় জমায়। রাতেই চাঁদপুর মহাশশ্মানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এ সময় মহাশশ্মানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন থেকে শুরু করে অনেকেই উপস্থিত ছিলেন, তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন। প্রয়াত সমীর সাহা মুন্সেফ পাড়া পূজা কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন এবং মানুষের কল্যাণকর কাজে তার সম্পৃক্ততা ছিলো বলে জানা যায়।

বিভিন্ন মহলের শোক

প্রয়াত সমীর সাহার মৃত্যুতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী (পিপি), বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সাধারণ সম্পাদক সাংবাদিক বিমল চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর পৌর কমিটির সভাপতি রোটারিয়ান রিপন সাহা, সাধারণ সম্পাদক অ্যাডঃ ভাস্কর দাস, পূজা উদযাপন পরিষদ চাঁদপুর পৌর কমিটির সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, উদীচী শিল্পগোষ্ঠী চাঁদপুর জেলা শাখার সভাপতি কৃষ্ণা সাহা, সাধারণ সম্পাদক জহিরউদ্দিন বাবর, বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি, জীবনদীপ ও শ্রী শ্রী কালীবাড়ি মন্দির কমিটির নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়