চাঁদপুর, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯, ৮ রমজান ১৪৪৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন বঙ্গবন্ধু দেশটাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন
  •   মতলব উত্তরে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা
  •   মতলব উত্তর নৌপুলিশের অভিযানে ১২৫ কেজি জাটকাসহ আটক ৪
  •   হাজীগঞ্জে পচা খেঁজুর বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

খেলাধুলার মাধ্যমে পরস্পর পরস্পরের কাছাকাছি আসতে পারা যায়
আদালত প্রতিবেদক ॥

চাঁদপুর বিচার বিভাগের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় জেলা জজশীপের ব্যাডমিন্টন মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ এস.এম. জিয়াউর রহমান।

উদ্বোধনকালে তিনি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলার অনেক উপকারিতা রয়েছে। খেলাধুলার মাধ্যমে পরস্পর পরস্পরের কাছাকাছি আসতে পারা যায়। আমরা যেই আয়োজন করেছি এটা যেনো সুন্দরভাবে হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমার একার উদ্যোগে নয়, সবার উদ্যোগেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, যারা খেলায় অংশগ্রহণ করবেন ও যাদের প্রচেষ্টায় হচ্ছে সকলের প্রতি রইলো আন্তরিক অভিনন্দন। উপস্থিত আইনজীবী নেতৃবৃন্দের উদ্দেশ্য তিনি বলেন, মাঠে এসে আইনজীবীরা খেলা দেখবেন এবং খেলোয়াড়দের উৎসাহ দিবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারহানা ইয়াছমিন ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শামসুল ইসলাম।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তন্ময় কুমারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক অ্যাডঃ এজেডএম রফিকুল হাসান রিপন, জিপি অ্যাডঃ আবদুর রহমান, জেলা নাজির সানাউল্লাহ তালুকদার ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন স্বপন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেট শীপের বিচারক সহ অংশগ্রহণকারী খেলোয়াড়গণ।

টুর্নামেন্টে জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেটশীপের বিচারকগণের পক্ষে ৭টি দলে ১৪জন এবং কর্মচারীগণের পক্ষে পৃথকভাবে টুর্নামেন্টে ৫টি দলে ১০ জন খেলোয়াড় অংশ নেন।

উদ্বোধনী খেলায় ডাবলে অংশ নেন জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান ও সহকারী জজ মোস্তফা পারভেজ জুটি এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহেদুল করিম ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসাইন জুটি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়