চাঁদপুর, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯, ৮ রমজান ১৪৪৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন বঙ্গবন্ধু দেশটাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন
  •   মতলব উত্তরে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা
  •   মতলব উত্তর নৌপুলিশের অভিযানে ১২৫ কেজি জাটকাসহ আটক ৪
  •   হাজীগঞ্জে পচা খেঁজুর বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

আদালত প্রতিবেদক ॥

চাঁদপুর শহরের জিটি রোডস্থ উত্তর বিষ্ণুদী এলাকায় রাজমিস্ত্রী হাসান ছৈয়ালকে মোবাইল চুরির অপবাদ, মারধর ও আত্মহননের প্ররোচনায় দায়ের করা মামলায় ১০ আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আসামীরা স্বেচ্ছায় জামিনের জন্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল আলমের আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামীরা হলেন : বিষ্ণুদী এলাকার সেলিম খান (৪২), মোঃ জাহাঙ্গীর গাজী (৪৩), আনোয়ার গাজী (৩২), মোক্তার বেপারী (২৮), হাসান পাটওয়ারী (২৬), মোঃ সবুজ আখন (২৮), এলেমান বেপারী, (৪৫) সিরাজ গাজী (৫৫), কামাল হোসেন (৩৫) ও মোঃ মহসীন (৪০)।

বাদী পক্ষের আইনজীবী মজিবুর রহমান ভূঁইয়া বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২২ সালের ২৩ আগস্ট ভোর ৬টার দিকে মৃত হাসান ছৈয়ালের ঘরের সামনে এসে মোবাইল চুরি করেছে অপবাদ দিয়ে আসামীরা সংঘবদ্ধ হয়ে গালমন্দ করে। এক পর্যায়ে তাকে মোবাইল চুরি করেছে অভিযুক্ত করে একটি ঘরে রশি দিয়ে বেঁধে রাখে এবং হাত-পা কেটে ফেলবে হুমকি ধমকি দিতে থাকে। ওইদিন দুপুরে আসামীরা হাসানকে ঘরে আটকে রেখে চলে গেলে সে ভয়ে ঘরে থাকা সিলিং ফ্যানে গামছা ও বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এই ঘটনায় হাসান ছৈয়ালের পিতা মোঃ শরীফ ছৈয়াল ওইদিনই চাঁদপুর মডেল থানায় ৮জনের নামসহ অজ্ঞাতনামা আসামী করে ৩০৬/৩৪ ধারায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহজাহান তদন্ত শেষে গত ২০২২ সালের ৩০ অক্টোবর ১৪জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন জসিম উদ্দিন পাটওয়ারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়