চাঁদপুর, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯, ৮ রমজান ১৪৪৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন বঙ্গবন্ধু দেশটাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন
  •   মতলব উত্তরে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা
  •   মতলব উত্তর নৌপুলিশের অভিযানে ১২৫ কেজি জাটকাসহ আটক ৪
  •   হাজীগঞ্জে পচা খেঁজুর বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

মেহেদী হাসান ॥

কচুয়ায় প্রবাসী স্বামীর সঙ্গে মুঠোফোনে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফারহানা আক্তার (২৮) নামের এক গৃহবধূ। রোববার রাত সাড়ে ১১টায় কচুয়া থানা পুলিশ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে সোমবার ময়না তদন্তের জন্যে মরদেহ চাঁদপুর মর্গে প্রেরণ করে।

পুলিশ জানায়, রোববার রাতে কচুয়া পৌরসভা কার্যালয়ের উত্তর পাশে ঢালী ভিলার দ্বিতীয় তলার ১টি কক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফারহানা আত্মহত্যা করে। সে আশ্রাফপুর বড় বাড়ির কামাল হোসেনের ২য় স্ত্রী। দুই স্ত্রীর ঝগড়া দূর করার জন্যে কামাল হোসেন ২য় স্ত্রীর বসবাসের জন্য ঢালী ভিলার ২য় তলার ১টি কক্ষ ভাড়া নেয়। ২য় স্ত্রীকে ওই ভাড়া কক্ষে রেখে প্রায় বছর খানেক পূর্বে জীবিকার সন্ধানে সৌদি আরবে চলে যান কামাল হোসেন।

ফারহানার আত্মহত্যার বিষয়ে তার পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে পারিবারিক বিষয় নিয়ে ফারহানার সাথে তার প্রবাসী স্বামী কামাল হোসেনের কথা কাটাকাটি হয়। ওই কথা কাটাকাটির কারণে ক্ষুব্ধ হয়ে ফারহানা আত্মহত্যার পথ বেছে নেয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল জানান, এ ব্যাপারে কচুয়া থানায় ১টি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। আত্মহত্যার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়