শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন বঙ্গবন্ধু দেশটাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন
  •   মতলব উত্তরে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা
  •   মতলব উত্তর নৌপুলিশের অভিযানে ১২৫ কেজি জাটকাসহ আটক ৪
  •   হাজীগঞ্জে পচা খেঁজুর বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

মতলব উত্তরে ১২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী দিলেন নূরুল আমিন রুহুল এমপি
মাহবুব আলম লাভলু ॥

আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি বলেছেন, নিজেকে সুস্থ রাখতে হলে ক্রীড়ার কোনো বিকল্প নেই। এছাড়া ক্রীড়ার মাধ্যমে আমাদের দেশের সন্তানরা আমাদের দেশকে সারা বিশ্বে পরিচিতি করে তুলছে। এটাই আমাদের কাছে গর্ব। ক্রিকেট, হকি ও ফুটবলে আমাদের খেলোয়াড়রা ভালো করছে। বর্তমান সরকার অন্যান্য উন্নয়নের পাশাপশি ক্রীড়ার উন্নয়নে কাজ করে যাচ্ছে। যার ফসল বিভিন্ন বিদ্যালয়ের মাঝে আজকে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ।

অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি মতলব উত্তর উপজেলার ১২টি উচ্চ বিদ্যালয়ের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। গতকাল শনিবার সকালে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলামের সভাপতিত্বে ও ধর্মীয় শিক্ষক মাওলানা যাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ জহির, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, নাউরী আদর্শ কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দলিল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, সুলতানাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়