চাঁদপুর, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯, ৮ রমজান ১৪৪৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন বঙ্গবন্ধু দেশটাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন
  •   মতলব উত্তরে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা
  •   মতলব উত্তর নৌপুলিশের অভিযানে ১২৫ কেজি জাটকাসহ আটক ৪
  •   হাজীগঞ্জে পচা খেঁজুর বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

একেএম শফিক উল্যা সরকারের ৭ম মৃত্যুবার্ষিকী
অনলাইন ডেস্ক

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, দৈনিক চাঁদপুর প্রবাহের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব একেএম শফিক উল্যা সরকারের ৭ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি ভোর ৬টা ৫০ মিনিটের সময় ঢাকাস্থ ডাঃ সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ওইদিন চাঁদপুর শহর ও মতলব উত্তরে তিন দফা নামাজে জানাজার পর ষাটনল ইউনিয়নের পূর্ব লালপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। তাঁর স্ত্রী নিলুফা আক্তার বর্তমানে দৈনিক চাঁদপুর প্রবাহের মালিক, প্রকাশক ও মুদ্রাকর।

একেএম শফিক উল্যা সরকার চাঁদপুর প্রবাহ ছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, ধর্মীয় ও সেবামূলক বহু প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি ছিলেন চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, অবিভক্ত বৃহত্তর মতলব উপজেলা যুবলীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। চাঁদপুর জেলা বিএনপির যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবেও কিছু সময় তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রমের অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন শফিক উল্যা সরকার।

চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এবং উন্নয়ন কমিটির সদস্য সচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন শফিক উল্যা সরকার। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা ও চাঁদপুর ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ছিলেন তিনি। কালিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি তিনি। চাঁদপুর শহরের নাজিরপাড়া ক্রীড়া চক্র ও প্রফেসরপাড়া ক্রীড়া চক্রের সভাপতি ছিলেন একেএম শফিক উল্যা সরকার। তিনি একজন প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন।

মরহুমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ৫ ফেব্রুয়ারি রোববার বাদ আসর দৈনিক চাঁদপুর প্রবাহের আয়োজনে পত্রিকা কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে চাঁদপুরের সর্বস্তরের সাংবাদিক ও মরহুম একেএম শফিক উল্যা সরকারের স্বজন, বন্ধু, সহকর্মী ও শুভাকাক্সক্ষীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রবাহের প্রধান নির্বাহী সম্পাদক আলহাজ্ব মোঃ ওমর পাটওয়ারী ও ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়