চাঁদপুর, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯, ৮ রমজান ১৪৪৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন বঙ্গবন্ধু দেশটাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন
  •   মতলব উত্তরে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা
  •   মতলব উত্তর নৌপুলিশের অভিযানে ১২৫ কেজি জাটকাসহ আটক ৪
  •   হাজীগঞ্জে পচা খেঁজুর বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জ পৌরসভায় ৭টি পদে লোক নিয়োগ পরীক্ষা স্থগিত
এমকে মানিক পাঠান ॥

ফরিদগঞ্জ পৌরসভায় মোট ৭টি পদে চাকুরির জন্য আবেদন করা প্রার্থীদের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবারের পরীক্ষা স্থগিত করার নোটিস দেখে হতাশ হয়েছেন চাকুরিপ্রত্যাশী প্রার্থীরা। অনিবার্য কারণ দেখিয়ে উক্ত পরীক্ষা স্থগিত করার পক্ষে-বিপক্ষে নানা আলোচনা উঠেছে এলাকায়। তবে পৌরসভায় লোক নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন দেখাতে না পারায় জেলা প্রশাসকের হস্তক্ষেপে ওই পরীক্ষা পৌর কর্তৃপক্ষ স্থগিত করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

ফরিদগঞ্জ পৌরসভায় শূন্য পদে কর আদায়কারী ২ জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ২ জন, অফিস সহায়ক ১ জন, বিদ্যুৎ মিস্ত্রী ১জন ও টিকাদানকারী ১জনসহ মোট ৭টি পদে লোক নিয়োগের জন্যে গত বছরের ৩ আগস্ট একটি জাতীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলো পৌরসভা কর্তৃপক্ষ।

ফরিদগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী গত ১ ফেব্রুয়ারি স্বাক্ষর দিয়ে একটি নোটিস জারি করেন। এই নোটিসে তিনি উল্লেখ করেন, ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ফরিদগঞ্জ পৌরসভায় কর্মচারী নিয়োগ নির্বাচনী পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষার তারিখ নির্ধারিত হলে পরবর্তীতে নোটিসের মাধ্যমে জানানো হবে বলে মেয়র জানিয়েছেন। তবে সুনির্দিষ্ট কী কারণে উক্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে সেটার কোনো ব্যাখ্যা মেয়রের জারিকৃত নোটিসে উল্লেখ করা হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়