চাঁদপুর, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯, ৮ রমজান ১৪৪৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন বঙ্গবন্ধু দেশটাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন
  •   মতলব উত্তরে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা
  •   মতলব উত্তর নৌপুলিশের অভিযানে ১২৫ কেজি জাটকাসহ আটক ৪
  •   হাজীগঞ্জে পচা খেঁজুর বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

শাহতলী বাজারে পলিথিনের ব্যবসা জমজমাট
সোহাঈদ খান জিয়া ॥

চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবসা জমজমাট আকার ধারণ করেছে। এ বাজারের অধিকাংশ মুদির দোকানে পলিথিন বিক্রি করা হচ্ছে। এ সকল ব্যবসায়ী নিজেদের বাসা-বাড়ি ও গোডাউনে পলিথিন রেখে ক্রেতাদের কাছে বিক্রি করে। কোনো ক্রেতা পলিথিন ক্রয় করতে আসলে তার কাছ থেকে টাকা নিয়ে বসিয়ে রেখে বাসা-বাড়ি অথবা গোডাউন থেকে পলিথিন এনে ক্রেতাকে দিয়ে থাকে। অপরদিকে সড়কের ওপর গ্যাসের বোতল রেখে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য প্রতিযোগিতায় নেমেছেন দোকানিরা। কার আগে কে গ্যাস বেশি বিক্রি করতে পারবে ও ক্রেতাদের আকৃষ্ট করতে পারবে সে দিকে খেয়াল রেখে সড়কজুড়ে গ্যাসের বোতল লাইন দিয়ে রাখেন। যানবাহন চলাচল করার সময় বোতলে আঘাত লেগে বোতলের মুখ খুলে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক সচেতন ব্যক্তিরা জানান, বাজারের অধিকাংশ মুদির দোকানে নিষিদ্ধ পলিথিন বিক্রি করা হচ্ছে। পাশাপাশি সড়কের ওপর গ্যাসের বোতল রেখে চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টিসহ দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে। এ বিষয়ে কেউ মুখ খুলে কথা বলছেন না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়