চাঁদপুর, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯, ২৮ শাবান ১৪৪৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্মাণ কাজের অভিযোগ
  •   মতলবে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৪ জেলে কে ১ মাসের কারাদণ্ড
  •   চাঁদপুরে ১৬০ টাকায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেলেন ৯৩ জন
  •   ২শ’ পিচ ইয়াবাসহ সাংবাদিক নামধারী ফাহিম শাহরিন কৌশিকের মোটরসাইকেল জব্দ
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

মতলব উত্তরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা ॥ আটক ৩
মতলব উত্তর ব্যুরো ॥

মতলব উত্তর উপজেলার ফৈলাকান্দি গ্রামের বৃদ্ধা আঃ শুক্কুর খান (৫৯)কে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। মঙ্গলবার ভোরে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে মোঃ মহিউদ্দিন খান বাদী হয়ে ফৈলাকান্দি গ্রামের মান্নান খান (৬০), আল-আমিন (৩৩), আহম্মদ হোসেন খান (২৬), সোহাগ খান, সাজেদা বেগম ও অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর মান্নান খান, আল-আমিন ও আহম্মদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বাদী মোঃ মহিউদ্দিন বলেন, তাদের সাথে আমাদের অনেক আগে জমি সংক্রান্ত বিরোধ ছিলো। গত ৭/৮ মাসে তা সমাধান হয়ে গেছে। এরপর থেকে তারা প্রায়ই হুমকি দিতো। আজকে আমার বাবা ফজরের নামাজ পড়ে বাড়িতে আসার সময় একা পেয়ে অনেক মারধর করেছে। ডাক-চিৎকার শুনে আমি গিয়ে দেখি আমার বাবাকে তারা লাঠি দিয়ে পেটাচ্ছে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাই।

নিহতের স্ত্রী আরোজা বেগম জানান, সকালে তিনি নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন। চিৎকার শুনে বাড়ির সামনের রাস্তায় গিয়ে দেখেন তার স্বামীকে কিছু লোক লাঠি ও ইটপাটকেল দিয়ে মারছে। ঘটনাস্থলেই তার স্বামীকে তারা মেরেছে বলে তার দাবি।

সাদ্দাম, রাবেয়া সহ ক’জন প্রত্যক্ষদর্শী জানান, মান্নান খান ও তার তিন ছেলে আঃ শুক্কুর খানকে মারপিট করে। শুক্কুর খানের ডাক-চিৎকার শুনে সবাই দৌড়ে আসে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে ঘটনার সত্যতা জানা যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়