চাঁদপুর, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯, ২৮ শাবান ১৪৪৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্মাণ কাজের অভিযোগ
  •   মতলবে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৪ জেলে কে ১ মাসের কারাদণ্ড
  •   চাঁদপুরে ১৬০ টাকায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেলেন ৯৩ জন
  •   ২শ’ পিচ ইয়াবাসহ সাংবাদিক নামধারী ফাহিম শাহরিন কৌশিকের মোটরসাইকেল জব্দ
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ০০:০০

এডাবের সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার

এডাবের সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা এডাবের আয়োজনে সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ জানুয়ারি সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বৃহৎ জনগোষ্ঠীকে শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যেতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নিজের অধিকারের প্রতি সচেতন থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।

ইউএনও আরো বলেন, আমাদের দেশে অনেকেই বলে নারীরা পিছিয়ে আছে, আসলে তা সত্যি নয়। নারীরা এখন বাংলাদেশের সর্বক্ষেত্রে সমণ্ডঅধিকার নিয়ে এগিয়ে আছে। বর্তমানে শুধু নারীদের নয়, সব সম্প্রদায়ের অধিকার নিয়ে সরকার কাজ করছে। সকলের সমঅধিকার নিশ্চিত করতে হলে নিজের চিন্তা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।

এডাব চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সেলিম পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান, এডাব চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মোঃ ফোরকান, সদর সহকারী সমাজসেবা অফিসার মোঃ সফিকুর রহমান প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন এডাবের কার্যকরী সদস্য মমতাজ উদ্দিন মিলন। সেমিনারে সম-নাগরিকত্বের বিষয়বস্তু উপস্থাপন করা হয়। সেমিনারে সরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়