চাঁদপুর, শনিবার, ১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯, ৯ রমজান ১৪৪৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন বঙ্গবন্ধু দেশটাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন
  •   মতলব উত্তরে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা
  •   মতলব উত্তর নৌপুলিশের অভিযানে ১২৫ কেজি জাটকাসহ আটক ৪
  •   হাজীগঞ্জে পচা খেঁজুর বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩, ০৮:৫৬

চাঁদপুরে এশিয়ান টিভির ১০ম বর্ষপূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে এশিয়ান টিভির ১০ম বর্ষপূর্তি উদযাপন

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির ১০ম বর্ষপূর্তিতে চাঁদপুরে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। ১৮ জানুয়ারি বুধবার সকাল এগারোটায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা উদযাপন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী ।

এ সময় তিনি বলেন, বেসরকারি টেলিভিশনের মধ্যে এশিয়ান টিভি খুব অল্প সময়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে এশিয়ান টিভি তাদের দক্ষতা নিয়ে এগিয়ে যাবে।বর্তমান সরকার সাংবাদিকদের কল্যানে বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন। চাঁদপুর প্রেসক্লাবের উন্নয়নে শেখ হাসিনা সরকারের ব্যাপক ভূমিকা রয়েছে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরী করছে। প্রতিশ্রুতি অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ হিসেবে রুপান্তরিত করার পর এখন স্মার্ট বাংলাদেশ গড়ার মিশনে নেমেছে জননেত্রী শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ডিজিটাল বাংলাদেশের মতো সকলকে সহযোগিতা করতে হবে।

আলোচনা সভায় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচ এম আহসান উল্লাহর সভাপতিত্বে ও এশিয়ান টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি,হাইমচর প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুনীর চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ। এ সময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সার্বিক তত্বাবধায়নে ছিলেন এশিয়ান টিভির প্রতিনিধি ফাহিম শাহরিন, জাহিদুল ইসলাম, শাহারাস্তি উপজেলা প্রতিনিধি জামাল হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়