চাঁদপুর, শুক্রবার, ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০, ১২ জিলকদ ১৪৪৪  |   ৩৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ৫০ বছরের ঈমামের জানাজা পড়লেন শত শত মুসল্লি
  •   চাঁদপুর মাইক্রো কম্পিউটার স্কুলের শাহ আলম আর বেঁচে নেই
  •   সড়কের পাশে প্রাইভেটকার চাপায় প্রাণ গেলো নারীর
  •   প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট করে গড়ে তোলা হচ্ছে
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

চাঁদপুর মাতিয়ে গেলেন পিরোজপুরের পায়েল শিল্পী গোষ্ঠী
গোলাম মোস্তফা ॥

সেই সুদূর পিরোজপুর জেলা থেকে চাঁদপুরে এসে পর পর দুটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে চাঁদপুরের সংস্কৃতিমনা মানুষকে মাতিয়ে গেলেন পায়েল শিল্পী গোষ্ঠী।

এই শিল্পী গোষ্ঠীর কর্মকর্তাগণ গত বছরের ডিসেম্বর মাসে চাঁদপুরে বেড়াতে আসেন। ওই সময় প্রথমবারের মতো চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলার বঙ্গবন্ধু মঞ্চে সান্ধ্যকালীন এক অনুষ্ঠানে এই শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা আছাদুল্লাহ আল কবির ও বাতুল বিনতে কবির নৃত্য পরিবেশন করে দর্শকদের মনজয় করেন এবং অর্থ পুরস্কার লাভ করেন।

এরপর গত ২৫ জানুয়ারি ২০২৩ নারীদের সংগঠন চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের যুগপূর্তি অনুষ্ঠানে অংশ নেন। চাঁদপুর রোটারী ভবনে আয়োজিত অনুষ্ঠানে তারা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন। তারা উপস্থিত দর্শকদের মুহূর্মুহু করতালিতে অভিনন্দিত হন।

অনুষ্ঠানে ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ দিয়ে নৃত্যের সূচনা করা হয়। এরপর একে একে পরিবেশন করা হয় ‘আজি ঝরঝর মুখর বাদল দিনে’, ‘নান্টু ঘটকের কথা শুইনা’ এবং ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেওনা’ সংগীতের সাথে মনমাতানো নৃত্য।

পায়েল শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা আছাদুল্লাহ আল কবির ও তার মেয়ে বাতুল বিনতে কবিরের যৌথ নৃত্যটি দর্শকদের মন কেড়ে নেয়। তাদের সাথে আরো নৃত্য পরিবেশন করেন সংগঠনের নৃত্য শিল্পী ইভা, অর্পি ও আলপি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়