চাঁদপুর, বুধবার, ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০, ১০ জিলকদ ১৪৪৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ৫০ বছরের ঈমামের জানাজা পড়লেন শত শত মুসল্লি
  •   চাঁদপুর মাইক্রো কম্পিউটার স্কুলের শাহ আলম আর বেঁচে নেই
  •   সড়কের পাশে প্রাইভেটকার চাপায় প্রাণ গেলো নারীর
  •   প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট করে গড়ে তোলা হচ্ছে
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২২, ২২:৪৮

চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের অফিসিয়াল ক্লাব ভিজিট সম্পন্ন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের অফিসিয়াল ক্লাব ভিজিট সম্পন্ন

২৫ জানুয়ারি মঙ্গলবার চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের অফিসিয়াল ক্লাব ভিজিট সম্পন্ন হয়েছে। মহামারী করোনা ভাইরাসের কারণে ক্লাব ভিজিটটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মাহমুদা খানমের সভাপ্রধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩২৮-এর বাংলাদেশের চেয়ারম্যান ইয়াসমিন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট সেক্রেটারী জেসরিনা হায়দার।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাবের এডিটর নাসরিন আক্তার। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। ইনার হুইল শপথ পাঠ করেন সাবেক সভাপতি মুক্তা পীযূষ। অফিসিয়াল ক্লাব ভিজিটে ক্লাবের বিভিন্ন কার্যক্রম ও নথিপত্র সম্পর্কে অবগত হন ইনার হুইল ডিস্ট্রিক্টের চেয়ারম্যান ইয়াসমিন আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, ভার্চুয়ালি এতো সুন্দর ক্লাব ভিজিট অনুষ্ঠিত হওয়ায় আপনাদের ধন্যবাদ জানাই। ইনার হুইল ক্লাব সম্পর্কে সকলকে জানাতে হবে। আর সকলকে জানানোর জন্যে বেশি বেশি প্রকল্প গ্রহণ করতে হবে।

ক্লাব ভিজিটে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি মুক্তা পীযূষ, তাসলিমা মুন্নী, আইপিপি তাসনুভা রহমান, ভাইস প্রেসিডেন্ট রওশন আক্তার, সেক্রেটারী ডালিয়া খানম, ট্রেজারার মিথিলা শারমিন, আফরোজা পারভীন, এডিটর নাসরিন আক্তার ও সদস্য রেবেকা সুলতানা। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন আইপিপি তাসনুভা রহমান।

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়