সাবেক সাঁতারু ও বাগাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠান বলেন, সাঁতারের মাধ্যমেই আমাদের চাঁদপুরকে বিশ্বে ও সারাদেশে পরিচয় করিয়েছেন প্রয়াত অরুণ নন্দী (অরুণ দা)। তিনি আমাদের এ বাগাদী ইউনিয়নের কৃতী সন্তান। তার সাথে আমার পরিচয় হয় ঢাকাতে। আমি তখন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে সাঁতার খেলায় বিভিন্ন স্থানে অংশ নেই। আমাকে ঢাকা থাকা অবস্থায় তিনি সাঁতারের ব্যাপারে অনেক সহযোগিতা করেছেন। আমি মনে করি ক্রীড়াঙ্গনের একজন কিংবদন্তীকে আমরা হারিয়েছি। তাঁর মতো এমন একজন ভালো ক্রীড়াবিদ খুঁজে পাওয়া যাবে না। তিনি চাঁদপুর আসলে এবং ঢাকায় দেখা হলে এলাকার মানুষের খোঁজ-খবর নিতেন। প্রয়াত এ জাতীয় ক্রীড়াবিদ ও আমাদের সকলের অরুণ নন্দী ১৯৭১ সালের ১২ অক্টোবর সাঁতারের মাধ্যমে ক্রীড়াঙ্গনে বিশ্ব রেকর্ড করেন।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১০ |
আসর | ৪:০০ |
মাগরিব | ৫:৩৯ |
এশা | ৬:৫৫ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৫৬ সূরা-ওয়াকি'আঃ ৯৬ আয়াত, ৩ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৮৩। পরন্তু কেন নয়-প্রাণ যখন কণ্ঠাগত হয় ৮৪। এবং তখন তোমরা তাকাইয়া থাক ৮৫। আর আমি তোমাদের অপেক্ষা তাহার নিকটতর, কিন্তু তোমরা দেখিতে পাও না।
হিংসা একটা দরজা বন্ধ করে অন্য দুটো খোলে। -স্যামুয়েল পালমার।
নামাজ বেহেশতের চাবি এবং অজু নামাজের চাবি।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |