চাঁদপুরের বিভিন্ন ক্রীড়াসংগঠনের সাথে জড়িত ক্রীড়া সংগঠক ও বাগাদী ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল বলেন, আমাদের দেশে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার জন্য ভারতে সাঁতারের মাধ্যমে তিনি তহবিল সংগ্রহ করেছেন। তিনি মুক্তিযুদ্ধের সময় দেশের সম্পদ হিসেবে কাজ করেছেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদান অপরিসীম। তিনি শুধু আমাদের বাগাদীর কৃতী সন্তান নয়, তিনি ছিলেন এ দেশের সম্পদ। মহান মুক্তিযুদ্ধের সময় ক্রীড়াঙ্গনে দেশের সুনাম বয়ে এনেছেন। তিনি আরো বলেন, জাতীয় এ ক্রীড়াবিদ এবং চাঁদপুরের বাগাদী সন্তানকে স্মরণীয় ও বরণীয় করে রাখার জন্য চাঁদপুর-৩ আসনের সবার প্রিয় আপা স্থানীয় সাংসদ এবং প্রয়াত আমাদের অরুণ নন্দী (অরুণ দা) কে সকলের কাছে স্মরণীয় করে রাখার জন্যে ভালো একটি ভূমিকা পালন করবেন। আমি এ এলাকার (বাগাদীর) সন্তান হিসেবে শিক্ষামন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ করবো অরুণ দা'র স্মৃতিকে ধরে রাখার জন্যে কিছু করার।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১০ |
আসর | ৪:০০ |
মাগরিব | ৫:৩৯ |
এশা | ৬:৫৫ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৫৬ সূরা-ওয়াকি'আঃ ৯৬ আয়াত, ৩ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৮৩। পরন্তু কেন নয়-প্রাণ যখন কণ্ঠাগত হয় ৮৪। এবং তখন তোমরা তাকাইয়া থাক ৮৫। আর আমি তোমাদের অপেক্ষা তাহার নিকটতর, কিন্তু তোমরা দেখিতে পাও না।
হিংসা একটা দরজা বন্ধ করে অন্য দুটো খোলে। -স্যামুয়েল পালমার।
নামাজ বেহেশতের চাবি এবং অজু নামাজের চাবি।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |