লিডার মাশরাফি বিন মতুর্জার নেতৃত্বে ভালো খেলে যাচ্ছে আমাদের দলটি। আর দলের সাবেক অধিনায়ক ও মারকুটে ব্যাটস্ম্যান সাকিব আল হাসান তো যে খেলা উপহার দিচ্ছেন তা বিশ্ববাসী মুগ্ধ হয়ে দেখছেন। যে কোনো দলের বা দেশের প্রতিনিধিত্ব করার জন্যে ভালো লোকের প্রয়োজন। আমাদের দেশের যে ক্রিকেট দলটি রয়েছে তার নেতৃত্ব যিনি দিচ্ছেন তিনি তা ভালো ভাবে দিয়ে যাচ্ছেন। আশা করি আমাদের সামনের দুটি ম্যাচে তারুণ্য নির্ভর গড়া দলটি খুবই ভালো করবে। এ কথাগুলো বললেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক কার্যকরী কমিটির সদস্য ও ক্রীড়া সংগঠক দেওয়ান সফিকুজ্জামান।
তিনি আরো বলেন, এ পর্যন্ত বাংলাদেশ ৭টি ম্যাচ খেলেছে। প্রতিটি ম্যাচেই দর্শকরা দেশের খেলা দেখেছেন। আমি নিজেও প্রতিদিন এই খেলা দেখেছি। আগের বাংলাদেশ এবং এখনকার বাংলাদেশ দলটিতে অনেক পরিবর্তন। দলে রয়েছে বিশ্বসেরা অনেক খেলোয়াড়। বর্তমানে দলের অনেক খেলোয়াড়ই বিভিন্ন দেশের বেশ ক'টি বড় বড় টুর্নামেন্টে খেলছেন। দলের সকল খেলোয়াড়ের মধ্যে ভালো ফিটনেস রয়েছে।
তিনি বলেন, আমি চলতি বিশ্বকাপে সাকিব আল হাসানের খেলা দেখে অনেক আনন্দিত । সে যেভাবে খেলছে এটা যে কোনো দলের জন্যে ভালো । সাকিব আল হাসান যদি ভারত ও পাকিস্তানের সাথে ভালো কিছুু করতে পারে তাহলে এই দুটি দেশের সাথে আমরা অনায়াসে জয়ী হতে পারবো। তবে আমি সকলের কাছে দেশের ক্রিকেট দলের জন্যে দোয়া চাই, যেনো বাংলাদেশ দল অনেক রানের এবং অনেক উইকেটের ব্যবধানে জয়ী হতে পারে ।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৪ |
মাগরিব | ৫:৪৩ |
এশা | ৬:৫৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
assets/data_files/web
কারো প্রশ্নের জবাব দিতে হলে তা প্রথমে মনোযোগ দিয়ে শোনা। _এমি লাওয়েল।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
যে ব্যক্তি আল্লস্নাহ ও আখেরাতের উপর ঈমান রাখে তার ভালো ও পরিচ্ছন্ন কথা বলা উচিত অথবা নীরব থাকা বাঞ্ছনীয় । পরিচ্ছন্ন কথা হচ্ছে দান কাজের সমতুল্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |