বিশ্বকাপে আমাদের দেশের যে ক'টি খেলা হয়েছে প্রত্যেকটি খেলাই আমি দেখার চেষ্টা করেছি। সামনের খেলাগুলো ঠিকমতো না দেখতে পারলেও দলটি সেমি-ফাইনালে যাবে বলে বিশ্বাস করি। আমি আশাবাদী যে বাংলাদেশ দল ফাইনালও খেলতে পারে। দলের ব্যাটস্ম্যান ও বোলারদের মধ্যে রয়েছে অনেক সমম্বয়। আর এই সমন্বয়ের কারণে প্রতিটি ম্যাচেই দেখা গেছে যে খেলোয়াড়দের মধ্যে অনেক আন্তরিকতা। এছাড়া বিশ্বকাপের যে ক'টি ম্যাচ হয়েছে এর মধ্যে বাংলাদেশ দলটির খেলোয়াড়দের মাঝে নৈতিক মনোভাব ছিলো অনেক বেশি। এ কথাগুলো বললেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য ও বিষ্ণুদী ক্লাবের সাবেক সভাপতি এবং চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর।
তিনি আরো বলেন, বাংলাদেশ দল এখন বিশ্বকাপের মিশনে দেশের বাইরে রয়েছে। দেশের খেলাগুলো যখনই বিশ্বের যে কোনো মাঠে অনুষ্ঠিত হচ্ছে সেখানেই দেখা যাচ্ছে প্রবাসী দর্শকদের উপচেপড়া ভিড়। মাঠে বসে প্রবাসী দর্শকরা নিজ দেশের খেলোয়াড়দের উৎসাহ দিয়ে যাচ্ছেন। এতে করে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বেড়ে গেছে এবং মনোবল তৈরিতে সহায়তা করছে। বাংলাদেশ দল বিশ্বকাপে যে ক'টি ম্যাচ খেলেছে, প্রত্যেকটি খেলাতেই ছিলো তাদের ভালো ধারাবাহিকতা। অধিনায়ক মাশরাফির বুদ্ধিদীপ্ত এবং সঠিক পরিচালনার কারণে আমাদের খেলোয়াড়রা ভালোভাবে খেলছে।
দেশসেরা ও বিশ্বসেরা খেলোয়াড় সাকিব আল হাসান বিশ্বকাপে হাজারের উপর রান করেছেন। তিনি ২য় বাংলাদেশী হিসেবে এই রান করেছেন। বাংলাদেশ যে ৩টি খেলায় জয়ী হয়েছে এই ৩টি খেলাতেই ছিলো সাকিব আল হাসানের অনবদ্য রান এবং বোলিং। চলমান বিশ্বকাপে সাকিবের খেলা দেখে সকল ক্রীড়ামোদী দর্শক ও ক্রীড়াবোদ্ধারা অনেক খুশি।
ফজর | ৫:০৭ |
যোহর | ১২:১২ |
আসর | ৪:২৩ |
মাগরিব | ৬:০৪ |
এশা | ৭:১৬ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯৮-সূরা বায়্যিনাঃ ০৮ আয়াত, ১ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১। কিতাবীদের মধ্যে যাহারা কুফরী করিয়াছিল তাহারা এবং মুশরিকরা আপন মতে অবিচলিত ছিল যে পর্যন্ত না তাহাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসিল- ২। আল্লাহর নিকট হইতে এক রাসূল, যে আবৃত্তি করে পবিত্র গ্রন্থ,
assets/data_files/web
ফুলের আয়ু কত স্বল্প কিন্তু সেই স্বল্প জীবন পরিধিই কত মহিমাময়। _টমাস উইলসন।
মজুরের গায়ের ঘাম শুকাবার আগে তার মজুরি দিয়ে দাও।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |