ফজর | ৫:০৯ |
যোহর | ১২:১২ |
আসর | ৪:২২ |
মাগরিব | ৬:০২ |
এশা | ৭:১৫ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৪১-সূরা হা-মীম আস্সাজদাহ, ৫৪ আয়াত, ৬ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১৮। আমি উদ্ধার করলাম তাদেরকে যারা ঈমান এনেছিল এবং যারা তাকওয়া অবলম্বন করতো। ১৯। যেদিন আল্লাহর শত্রুদেরকে জাহান্নাম অভিমুখে সমবেত করা হবে সেদিন তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে বিভিন্ন দলে। ২০। পরিশেষে যখন তারা জাহান্নামের সনি্নকটে পেঁৗছবে তখন তাদের কর্ণ, চক্ষু ও ত্বক (চামড়া) তাদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষ্য দিবে। দয়া করে এই অংশটুকু হেফাজত করুন
চমৎকার একটা নাম জীবনে কৃতিত্ব বৃহন করে না। -আব্রাহাম কাত্তলি।
ঝগড়াটে ব্যক্তি আল্লাহর নিকট অধিক ক্রোধের পাত্র।
|
চাঁদপুর সোনালী অতীত ক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় চাঁদপুর আউটার স্টেডিয়াম সংলগ্ন ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপ্রধান ছিলেন ক্লাবের সভাপতি সাবেক জাতীয় ফুটবলার মনোয়ার চৌধুরী।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক, সাবেক ফুটবলার গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি মুনাফ পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিক, যুগ্ম সম্পাদক ইউছুফ বকাউল, সহ-সাংগঠনিক সম্পাদক বিএম হারুনুর রশিদ, কোষাধ্যক্ষ মধুসূদন পোদ্দার, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর গাজী, সহ-ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর পাটওয়ারী, দপ্তর সম্পাদক নাসির আহমেদ টিটু, সহ-দপ্তর সম্পাদক আঃ ছামাদ বাদল, প্রচার সম্পাদক হানিফ বকাউল, সহ-প্রচার সম্পাদক মহসিন পাটওয়ারী, আমোদ-প্রমোদ সম্পাদক আঃ হালিম তুহিন, সহ- আমোদ-প্রমোদ সম্পাদক আমিন মোল্লা, নির্বাহী সদস্য বেনজীর আহমেদ, জয়নাল আবেদীন জনু, এমএ আজিজ, রাখাল দত্ত, কাজী মাইনুল হক জীবন, কামরুল ইসলাম প্রমুখ।
সোনালী অতীত ক্লাবের সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু জানান, চাঁদপুরের ফুটবল উন্নয়নের জন্যে সোনালী অতীত ক্লাবের সদস্যরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। সে লক্ষ্যে ক্লাবের সকল সদস্যের সমন্বয়ে ও সমর্থনে ফুটবলার তৈরির ক্ষেত্রে ফুটবল একাডেমির কাজ করার জন্যে আমাদের আজকের সভা। আমরা আশা করি, ফুটবল উন্নয়নের জন্যে আমাদের একাডেমি কাজ করবে। আমাদের এ একাডেমির পৃষ্ঠপোষকতায় রয়েছেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও ক্রীড়া সংগঠক আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী। এছাড়া আগামী নভেম্বর মাসে আমাদের সোনালী অতীত ক্লাব প্রীতি ফুটবল ম্যাচ খেলার জন্যে খুলনায় যাবে। আমরা ওই ম্যাচের জন্যে আগামী ক'দিন পর থেকেই অনুশীলন শুরু করবো।
হ্যাঁ | না | মতামত নেই |
মুদ্রা | বিক্রয় | ক্রয় |
ইউএস ডলার | ৭৯.৯৫ | ৭৮.০০ |
ইউরো | ৮৭.৭৫ | ৮৫.৪০ |
ব্রিটিশ পাউন্ড | ১১০.৭৩ | ১০৮.২৯ |
ভারতীয় রুপি | ১.১৬ | ১.০৬ |
জাপানি ইয়েন | ০.৭০ | ০.৬৯ |
অস্ট্রেলিয়ান ডলার | ৫৭.১১ | ৫৫.৮৮ |
কানাডিয়ান ডলার | ৫৮.০২ | ৫৬.৭৯ |
সিঙ্গাপুর ডলার | ৫৬.৭৭ | ৫৫.৫৬ |
সৌদি রিয়াল | ২১.২২ | ২০.৬৯ |
মালয়শিয়ান রিঙ্গিত | ১৮.৯২ | ১৮.৫০ |
ইউএই দিরহাম | ২১.৬৭ | ২১.১৩ |
সুইস ফ্রাংক | ৮০.৪৮ | ৭৮.৭২ |
কুয়েতি দিনার | ২৫৮.২০ | ২৪৮.০০ |