রোটারীবর্ষের সূচনালগ্নে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। রোটারী একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যেটি তাদের সদস্যদের বন্ধুত্বের সুযোগকে কাজে লাগিয়ে সমাজের চাহিদা অনুযায়ী মানবতার কল্যাণে সেবামূলক কর্মকা- পরিচালনা করে। রোটারীর মূল উদ্দেশ্য হলো_নিজ ব্যবসা ও পেশায় সর্বোচ্চ নৈতিকতা বজায় রেখে অন্যকে সেবা প্রদানের মাধ্যমে বিশ্বে শান্তি স্থাপন করা। যে সমাজে ক্ষুধা, দারিদ্র্য, অশিক্ষা, কুশিক্ষা, অভাব-অনটন, রোগ-শোক বিদ্যমান থাকে সেই সমাজে সুখ-শান্তি থাকতে পারে না। তাইতো রোটারী ১১৪ বছর যাবৎ মানুষের জীবনমান উন্নয়নের জন্যে কাজ করছে। রোটারী আন্তর্জাতিকের এ বছরের প্রেসিডেন্ট মার্ক মেলোনী পরিবারের সদস্যদের রোটারী কর্মকা-ে সম্পৃক্ত করে মানবকল্যাণে কাজ করার জন্যে আহ্বান জানিয়েছেন। সে আহ্বানের সাথে তাল মিলিয়ে আমিও আন্তর্জাতিক জেলা-৩২৮২-এর সকল রোটারিয়ানকে এ বছর নিজ পরিবারকে রোটারী কর্মকা-ে সম্পৃক্ত করে একটি সুন্দর সমাজ গড়ার আহ্বান জানাচ্ছি। আসুন, সকলের প্রচেষ্টায় এ পৃথিবীকে বসবাস উপযোগী একটি শান্তিময় স্থান হিসেবে গড়ে তুলি।
রোটারিয়ান ডাঃ একেএম মাহাবুবুর রহমান
চার্টার প্রেসিডেন্ট
রোটারী ক্লাব অব মতলব
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৪ |
মাগরিব | ৫:৪৩ |
এশা | ৬:৫৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
assets/data_files/web
কারো প্রশ্নের জবাব দিতে হলে তা প্রথমে মনোযোগ দিয়ে শোনা। _এমি লাওয়েল।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
যে ব্যক্তি আল্লস্নাহ ও আখেরাতের উপর ঈমান রাখে তার ভালো ও পরিচ্ছন্ন কথা বলা উচিত অথবা নীরব থাকা বাঞ্ছনীয় । পরিচ্ছন্ন কথা হচ্ছে দান কাজের সমতুল্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |