সময়টা ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি। পৃথিবীর উত্তর গোলার্ধে তখন তীব্র শীত। শিকাগো শহরের সামাজিক জীবন ঝঞ্ঝা বিক্ষুব্ধ, মানুষের জীবনের নেই কোনো নিরাপত্তা, প্রায়শই খুন হচ্ছে মানুষ, ধর্ষিত হচ্ছে নারী, লুট হচ্ছে সম্পদ। বিকেল চারটার পর কোনো মানুষ ঘর থেকে বের হচ্ছে না। জনমানবশূন্য থাকছে শিকাগোর রাস্তা। তখন পেশায় আইনজীবী একজন মহান মানুষ পল পার্সিভেল হ্যারিস তাঁর আরো তিন বন্ধু ভিন্ন ভিন্ন পেশার মানুষকে নিয়ে ভয়, শঙ্কা আর একাকিত্বকে জয় করার জন্যে পারস্পরিক সৌহার্দ্যের একটি সংঘের জন্ম দেন। ঘুরে ঘুরে সকল সদস্যের কার্যালয় কিংবা আবাসস্থলে তারা একত্রিত হতেন। সেটি হচ্ছে রোটারী (জঙঞঅজণ)। রোটারী প্রথম সভার এক দশকের মধ্যে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে শিকাগো থেকে কানাডা পর্যন্ত বিস্তৃত হয়। আজ বিশ্বের ২০০টি দেশ ও ভৌগোলিক এলাকায় চৌত্রিশ হাজারের বেশি রোটারী ক্লাব বিদ্যমান। যে উদ্যোগ শুরু করেছিলেন পল হ্যারিস, সিলভাসটার সিলি, গোস্তাভাস এ লোহর এবং হিরাম ই সোরি। চার জনের এই সংঘ আজ বিশ্বের সবচাইতে বড় সেবামূলক আন্তর্জাতিক সংগঠন।
২০১৪ সালের ২৬ নভেম্বর মতলব রোটারী ক্লাব আন্তর্জাতিক স্বীকৃতি পায়। রোটারী আন্তর্জাতিক প্রেসিডেন্ট গ্যরি সি. কে. হ্যাং এক আড়ম্বরপূর্ণর্ অনুষ্ঠানে ২ ডিসেম্বর ২০১৪ ক্লাবের চার্টার জি.এস.আর. রোটাঃ প্রকৌশলী দেলোয়ার হোসেন, চার্টার প্রেসিডেন্ট ডাঃ একেএম মাহবুবুর রহমানসহ অন্যান্য চার্টার সদস্যদের হাতে তুলে দেন।
এ এক বিরল সম্মান, যা মতলব রোটারী ক্লাব এ অঞ্চলে একমাত্র ক্লাব হিসেবে অর্জন করেছে। আমরা ইতিমধ্যে অর্ধদশক নিরবচ্ছিন্নভাবে অতিক্রম করেছি। এই ধারা বহমান থাকবে অনাগত দিনেও।
রোটারী আন্দোলন দীর্ঘজীবী হোক
জয় হোক মতলব রোটারী ক্লাবের
রোটাঃ পিপি প্রকৌঃ মোঃ দেলোয়ার হোসেন
জেলা গভর্নরের বিশেষ প্রতিনিধি (জি.এস.আর.)
রোটারী ক্লাব অব মতলব
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৪ |
মাগরিব | ৫:৪৩ |
এশা | ৬:৫৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
assets/data_files/web
কারো প্রশ্নের জবাব দিতে হলে তা প্রথমে মনোযোগ দিয়ে শোনা। _এমি লাওয়েল।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
যে ব্যক্তি আল্লস্নাহ ও আখেরাতের উপর ঈমান রাখে তার ভালো ও পরিচ্ছন্ন কথা বলা উচিত অথবা নীরব থাকা বাঞ্ছনীয় । পরিচ্ছন্ন কথা হচ্ছে দান কাজের সমতুল্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |