করো না তোমারা এমন কাজ করো না
যে কাজের পরিণাম ভালো না।
করো না, তোমরা দুর্নীতি করো না।
অযথা দ্রব্যমূল্য বৃদ্ধি করো না।
খাদ্যে ভেজাল দিও না।
জেনে-শুনে অন্যের ক্ষতি করো না।
ধর্মে যা নিষেধ আছে
তা তোমরা করো না।
আল্লাহ ছাড়া কাউকে ভয় করো না,
আল্লাহ ছাড়া কাউকে কুর্নিস করো না।
করো না করো না দুর্নীতি করো না।
যত্রতত্র কফ-থুথু ফেলো না
এমনকি মলমূত্র ত্যাগ করো না।
সমাজ যা মানে না
তা তোমরা করো না।
করো না, যা করতে ভালো লাগে না
তা তোমরা করো না।
করো না করো না
অন্যের হক নষ্ট করো না।
যেখানে-সেখানে
ময়লা-আবর্জনা ফেলো না।
করো না করো না
প্রশ্নপত্র ফাঁস করো না
এমনকি পরীক্ষায় নকল করো না
গুরুর সাথে দুর্ব্যবহার করো না।
করো না করো না
কোরআন-হাদিসের বাইরে
কিছু করো না।
গুজবে কান দিও না
রাষ্ট্রবিরোধী কাজ
তোমরা করো না।
পাপ কাজ, মিথ্যা কথা বলো না।
ধূমপান-নেশা আর করো না
আয়ু থাকতে তোমরা মরো না।
করো না করো না
বাবা-মায়ের সাথে বেয়াদবী করো না।
ওস্তাদের মনে কষ্ট দিও না।
দেশ ও দশের সাথে বেঈমানী করো না।
কারো মিথ্যা প্ররোচণায় পড়ো না।
করো না করো না
গরিব-দুখীকে
ভালোবাসতে ভুলো না।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:০৯ |
আসর | ৩:৫৮ |
মাগরিব | ৫:৩৭ |
এশা | ৬:৫৩ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৭১-সূরা নূহ্ ২৮ আয়াত, ২ রুকু, মক্কী ২৬। নূহ আরও বলিয়াছিল, 'হে আমার প্রতিপালক! পৃথিবীতে কাফিরগণের মধ্য হইতে কোন গৃহবাসীকে অব্যাহতি দিও না। ২৭। তুমি উহাদিগকে অব্যাহতি দিলে উহারা তোমার বান্দাদিগকে বিভ্রান্ত করিবে এবং জন্ম দিতে থাকিবে কেবল দুষ্কৃতকারী ও অধিকার।
মৌনতা নিরপেক্ষতার উত্তম পন্থা। -শ্যামলচন্দ্র দত্ত।
যার দ্বারা মানবতা উপকৃত হয়, তিনিই মানুষের মধ্যে শ্রেষ্ঠ।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |