কিছু বুঝে, কিছু না বুঝে
পার করেছি অনেকটা কাল।
দুনিয়াবি স্বার্থের ধান্ধায় থেকে
উড়িয়েছি কত রঙিন পাল।
হেলাফেলা করে কাটিয়েছি বেলা
অবাধ্য পথচলায়।
কি যে ভুল করেছি আমি জীবনভর
এসেছি এখন তলায়।
প্রভু হে
মালিক আমার! ক্ষমা করে দাও আমায়।
তোমার গাফুরুর রাহিম
নামের গুণে।
আমার ভুলগুলো সব মুছে দাও
সাড়া দাও প্রভু
তব অধম বান্দার মিনতিভরা
ডাক শুনে।
প্রভু হে
অবোধ ছিলাম; নির্বোধ ছিলাম আমি
হেলাফেলায় করেছি
অনেক সময় পার।
প্রভু_ভয়ে আমার কাঁপছে বুক
দিও না সাজা আমায়
যাবো যবে ওপার।
প্রভু হে
বুঝে, না বুঝে অবোধ নির্বোধ এই আমি
করে ফেলেছি অনেক পাপ।
আমি করজোড়ে মিনতি করি তোমার কাছে
আমায় দাও করে দাও মাফ।
প্রভু হে
আমার অবাধ্য পথচলার ফলশ্রুতিতে
আমার আমলনামায়
লজ্জার যেসব জায়গা আছে
সেগুলো তুমি দয়া করে
ক্ষমা দিয়ে মুছে দাও।
প্রভু_আমিতো সেরা মাখলুক তোমার
আমার তরে প্রভু তুমি
নাজাত ও মাগফিরাতের দরজা খুলে দিয়ে আমাকে দয়া করো
আল্লাহ তুমি আমার প্রার্থনা
তুমি কবুল করে নাও।
প্রভু হে
অবোধ নির্বোধ অধম বান্দারে
সাজা দিয়ে কি তোমার লাভ, বলো
ক্ষমা দিয়ে বরং দেখাও
তোমার দয়ার রূপ।
নিশ্চিত নিশ্চয়ই তুমি দয়ালু মেহেরবান
দয়া দিয়ে ক্ষমা দাও এই অবুঝ বান্দারে
বান্দার ডাকে সাড়া দাও
থেকোনা তুমি নিশ্চুপ।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:০৯ |
আসর | ৩:৫৮ |
মাগরিব | ৫:৩৭ |
এশা | ৬:৫৩ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৭১-সূরা নূহ্ ২৮ আয়াত, ২ রুকু, মক্কী ২৬। নূহ আরও বলিয়াছিল, 'হে আমার প্রতিপালক! পৃথিবীতে কাফিরগণের মধ্য হইতে কোন গৃহবাসীকে অব্যাহতি দিও না। ২৭। তুমি উহাদিগকে অব্যাহতি দিলে উহারা তোমার বান্দাদিগকে বিভ্রান্ত করিবে এবং জন্ম দিতে থাকিবে কেবল দুষ্কৃতকারী ও অধিকার।
মৌনতা নিরপেক্ষতার উত্তম পন্থা। -শ্যামলচন্দ্র দত্ত।
যার দ্বারা মানবতা উপকৃত হয়, তিনিই মানুষের মধ্যে শ্রেষ্ঠ।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |