গল্প-কথায় পাই না খুঁজে
মানুষ মানুষ গন্ধ,
হৃদয়গুলো আজকাল শুধু
জীবন নেশায় অন্ধ।
গানের কথায় প্রাণ নেই আর
মাধুর্য নেই সুরে,
ইচ্ছেগুলো জমছে ভীষণ
অতৃপ্ত মন জুড়ে।
সস্তা সুখের প্রলেপ মেখে
কত প্রেম ওঠে নামে!
জীবন যেন আবদ্ধ মাছ
বন্ধ অ্যাকুরিয়ামে।
মাটির চুলোয় যে ঘ্রাণ ছিলো
হারিয়েছে আজ সব,
ফুরিয়ে গেছে সোনালি সকাল
সন্ধ্যার কলরব।
গানের সাথী প্রাণের সাথী
চলে গেছে সেই কবে,
দেয়নি কথা একটি বারও,
বলেনি, দেখা হবে।
ঋণগুলো সব জমা আছে
স্মৃতির মলিন খামে,
আজ নিলামে তুলছি সবই
বেঁচবো স্বল্পদামে।
কর্মব্যস্ত জগৎ এখন
ঠেলছে ভীষণ দূরে,
ইট-পাথরের মেলায় আমি
ব্যস্ত ভবঘুরে।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১০ |
আসর | ৪:০২ |
মাগরিব | ৫:৪১ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৫৩-সূরা নাজম ৬২ আয়াত, ৩ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১৬। যখন বৃক্ষটি, যদ্বারা আচ্ছাদিত হইবার তদ্বারা ছিল আচ্ছাদিত, ১৭। তাহার দৃষ্টি বিভ্রম হয় নাই, দৃষ্টি লক্ষ্যচ্যুতও হয় নাই। ১৮। সে তো তাহার প্রতিপালকের মহান নিদর্শনাবলি দেখিয়াছিল;
শূন্য ভিক্ষা পাত্রের মতো ভারি জিনিস জগতে আর কিছুই নেই। -রবীন্দ্রনাথ ঠাকুর।
ধর্মের পর জ্ঞানের প্রধান অংশ হচ্ছে মানবপ্রেম আর পাপী পুণ্যবান নির্বিশেষে মানুষের মঙ্গল সাধন।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |