এখন মধ্যরাত আকাশে চাঁদ নেই
মেঘের আবডালে ঢেকে আছে পুরো পৃথিবী
চারদিকে অন্ধকার নিষ্পাপ আজকের শহর।
খোলা জানালায় শনশন বাতাসে
শীতল করে পোড়া মন।
মাঝ রাতে মেঘের গর্জন অল্পতে বৃষ্টি হয়
মধ্যরাতে বৃষ্টি হলে মন্দ হয় না।
টিনের চালায় ছলাৎ ছলাৎ শব্দে
অন্যরকম অনুভূতি জাগে মনে।
ঠিক যেদিন তোমাকে নিয়ে ভাবতে শিখেছি।
সেদিনও এমন রাত, অন্ধকার, মেঘ আর বৃষ্টি
ছলাৎ ছলাৎ ছন্দে মন এভাবে জায়গা বদল করে।
ভাবছি তোমাকে নিয়ে, মন্দ নয় ভাবনাটা
প্রেম স্বর্গ ভেবে ভাবনার জগৎ উৎপুল্ল
তবুও ভাবনাটা একটু বেশি আজ।
সে কবে আমাকে ছেড়ে গেলে
ফিরে আসোনি আর মনের অভিমান ভুলে।
কলেজ থেকে পরিচয় তোমার আমার
সে থেকে চোখ দেখাদেখি, তার পর তোমার বিয়ে
আমার সাথে নয়, অন্য কারোর সাথে
আমি শুধু তোমাকে নিয়ে ভেবেছি। চেয়েছি
তেলে জলে এক হয় কি? আমার ভাবনা
ভুল, তুমি জয়ী হলে আমাকে পরাজয় করে।
অনেকটা বছর তোমার স্মৃতি নিয়ে বেঁচে আছি
আমার চোখে দিন শেষে রাত আসে
রাত শেষে দিন আসে, কালো বিড়াল
রূপ বদলায় আমি আজও বদলাতে পারিনি
তুমি অনেকটা পরিবর্তন হয়েছ জানি।
তোমার ছেলে, মেয়ে, স্বামী আছে
আমার আছে আমি আর নিগূঢ় মধ্যরাত।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১০ |
আসর | ৪:০২ |
মাগরিব | ৫:৪১ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৫৩-সূরা নাজম ৬২ আয়াত, ৩ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১৬। যখন বৃক্ষটি, যদ্বারা আচ্ছাদিত হইবার তদ্বারা ছিল আচ্ছাদিত, ১৭। তাহার দৃষ্টি বিভ্রম হয় নাই, দৃষ্টি লক্ষ্যচ্যুতও হয় নাই। ১৮। সে তো তাহার প্রতিপালকের মহান নিদর্শনাবলি দেখিয়াছিল;
শূন্য ভিক্ষা পাত্রের মতো ভারি জিনিস জগতে আর কিছুই নেই। -রবীন্দ্রনাথ ঠাকুর।
ধর্মের পর জ্ঞানের প্রধান অংশ হচ্ছে মানবপ্রেম আর পাপী পুণ্যবান নির্বিশেষে মানুষের মঙ্গল সাধন।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |