ফেসবুক প্রথম যখন বার্তা আদান-প্রদানের অ্যাপ বানিয়েছিলো, ব্যবহারকারীরা তখন বেশ অবাক হয়েছিলো। কারণ, ফেসবুকের সঙ্গেই বার্তা আদান-প্রদানের সেবা যুক্ত ছিলো। আলাদা অ্যাপের দরকার কী? কিন্তু নানা সুবিধার মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার ধীরে ধীরে ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে। ফেসবুকের আরেক অ্যাপ হোয়াটসঅ্যাপে ব্যবহারকারী বেশি হলেও মেসেঞ্জার এখন অনেক মানুষের নিয়মিত যোগাযোগের মাধ্যম। আরেকটি বিষয় হলো, ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও আপনি মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করতে পারবেন। আর সে কাজটি করার জন্যে নিচের ধাপগুলো মেনে চলতে হবে। প্রথমে অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ফেসবুক মেসেঞ্জার অ্যাপ নামিয়ে নিন। এবার মেসেঞ্জারে নতুন অ্যাকাউন্ট তৈরির অপশনে ক্লিক করুন। বিভিন্ন ধরনের অনুমতি চেয়ে বার্তা দেখাবে। বুঝেশুনে তবেই সম্মতি জানান। এরপর আপনার ফোন নম্বর লিখুন এবং নেঙ্ট বোতামে ক্লিক করুন। নম্বর, অক্ষর এবং জ্যোতিচিহ্নের সমন্বয়ে কমপক্ষে ছয় ডিজিটের পাসওয়ার্ড দিয়ে পরবর্তী ধাপে যান। নিজের নাম লিখে আবার নেঙ্ট চাপুন। এরপর অ্যাকাউন্ট তৈরির চূড়ান্ত ধাপ দেখতে পাবেন। বোতামে ক্লিক করুন। এসএমএসের মাধ্যমে আপনার মুঠোফোনে পাঠানো কোডটি দিন। ব্যস, হয়ে গেলো।
ফজর | ৫:০৭ |
যোহর | ১২:১২ |
আসর | ৪:২৩ |
মাগরিব | ৬:০৪ |
এশা | ৭:১৬ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৫০-সূরা কাফ্
assets/data_files/web
ফুলের আয়ু কত স্বল্প কিন্তু সেই স্বল্প জীবন পরিধিই কত মহিমাময়। _টমাস উইলসন।
ব্যভিচারী হইতে ঈমান দূরে পলায়ন করে, কিন্তু সে ব্যভিচার ত্যাগ করিলেই ঈমান আবার তাহার নিকট প্রত্যাবর্তন করিবে। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |