প্রবাসের বুকে বাংলাদেশকে তুলে ধরি-ঐক্যবদ্ব্যভাবে এগিয়ে চলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সৌদি আরবের বুকে একমাত্র বাংলাদেশী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টারের বার্ষিক সাধারন সভা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে ডিএমডি শাখাওয়াত হোসেন আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্পন্সর সৌদি নাগরিক বান্দর বীন নায়েফ আল হারতি।
এজিএম সভায় উপস্থিত ডিরেক্টরদের সামনে প্রতিষ্ঠানের বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান বক্তা ঢাকা মেডিকেল সেন্টারের এমডি আবদুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ডিরেক্টর অব এডমিন মোহাম্মদ শফি. আই এফ .রাব্বি (সাইমুম), ফাইনান্স ডিরেক্টর গাজী মোহাম্মদ সফিউল্লাহ, পাবলিক ডিরেক্টর সাইফুল ইসলাম, মোঃ ওহিদুজ্জামান, মার্কেটিং ডিরেক্টর মোঃ আকতার হোসেন, মোঃ জাকির হোসেন প্রমুখ।
এজিএম সভায় উপস্থিত ৬০ জন ডিরেক্টরদের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নগদ লভ্যাংশ, সন্মাননা স্মারক তুলে দেয়া হয়। সেই সাথে অফিসের কজন কর্মকর্তা ও কর্মচারীকে সন্মাননা স্মারক উপহার প্রদান করা হয়।
বক্তারা করোনাকালীন সময়ে প্রবাসী বাংলাদেশীদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ঢাকা মেডিকেল সেন্টার অগ্রনি ভূমিকা রাখায় সকলেই ভূয়সী প্রশংসা করেন। আগামীতেও যেন এই ধারা অব্যাহত থাকে, প্রবাসী বাংলাদেশীরা সেবা পায় সেই দিকে খেয়াল রাখার আহবান জানান। প্রবাসের মাটিতে এই প্রথম কোন বাংলাদেশি প্রতিষ্ঠান সফলভাবে এজিএম সভা করতে সক্ষম হয়েছে। সভায় পরিচালক বৃন্দ সহ তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ফজর | ৫:০৪ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:২৪ |
মাগরিব | ৬:০৫ |
এশা | ৭:১৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
২০। এবং তোমরা ধন-সম্পদ অতিশয় ভালবাস; ২১। ইহা সংগত নহে। পৃথিবীকে যখন চূর্ণ-বিচূর্ণ করা হইবে, ২২। এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হইবেন ও সারিবদ্ধভাবে ফিরিশ্তাগণও,
সুন্দর গৃহের চেয়ে সৎসঙ্গীই অধিক কাম্য। _রবার্ট গ্রিন। নামাজের সময়সূচি শনিবার : ১৬ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
একজন মূর্খ লোকের সারারাত এবাদতের চেয়ে, একজন শিক্ষিত ব্যক্তির এক ঘন্টা নিদ্রা শ্রেয়।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |