বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সারাদেশে ছড়িয়ে পরায় এর করোনা সংক্রমণ প্রতিরোধে চাঁদপুর জেলা লকডাউন ঘোষণা করছেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। জেলা প্রশাসন ০৫.৪২.১৩০০.০০৮.০৩.০০৮.২০.৪৩৫ নং স্মারকে ৯ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত লকডাউন ঘোষণা করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রামক ঝুঁকি মোকাবেলায় ‘করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, চাঁদপুর-এর সভার সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনাক্রমে এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) ২০১৮-এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক চাঁদপুর জেলাকে অবরূদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। এ জেলায় জনসাধারণ প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অন্য কোনো জেলা থেকে এ জেলা সড়ক ও নৌপথে কেউ প্রবেশ করতে পারবে না। বা এ জেলা হতে অন্য কোনো জেলায় গমণ করতে পারবে না। জেলা অভ্যন্তরে আন্তঃউপজেলায় গমণের ক্ষেত্রে একই সিদ্ধান্ত বলবৎ থাকবে। সকল ধরণের গণপরিবহন পূর্বের ন্যায় বন্ধ থাকবে। তবে জরুরি ওষুধ ও খাদ্য সামগ্রী সরবারহ এবং সংগ্রহ ইত্যাদি এর আওতার বাইরে থাকবে। জনসার্থে এ আদেশ ৯ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে কার্যকর হবে।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১০ |
আসর | ৪:০২ |
মাগরিব | ৫:৪১ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
assets/data_files/web
মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যাণের মুখ দেখবে না। - শেখ সাদী।
একজন খাঁটি মুসলমান কাবাঘর হইতে উত্তম।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |