গত বুধবার দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত 'মাসুদ বেপারী ব্যবসায়ী না কি অবৈধ দখলদার! পৌরসভার যাত্রী ছাউনি, পাবলিক টয়লেট ও সওজের সম্পত্তি অবৈধ দখলে' সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমাকে জড়িয়ে যা প্রকাশিত হয়েছে তা আদৌ সত্য নয়। কিছু দুষ্ট লোক দলের প্রভাব খাটিয়ে আমার শ্বশুর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সুরুজ মিয়াজীর বাড়িতে রাতের অাঁধারে স'মিলসহ জায়গা দখলের চেষ্টা চালায় এবং আমার শাশুড়ি, আমার সহধর্মিণী ইশিতাকে আহত করে। ২ বছর আগেও এমন আক্রমণ করা হয়। বার বার ক্ষমতার অপব্যবহারকারী এই অত্যাচারীর আক্রমণে হতাহত হওয়ায় জেলা প্রশাসক, মেয়র, মডেল থানা সঠিক তদন্ত করে দরবার করার আশ্বাস দিলে ওই ব্যক্তিদের মাথা খারাপ হয়ে যায়। আমার ২ শ্যালক ছাত্রলীগ করেন। আর ওরা এখন দেশের বাইরে থাকায় শ্বশুর পরিবারের দেখাশোনা করতে হয় আমাকে। আমার কারণে শ্বশুরের স'মিল ও বসতবাড়ি দখল করতে না পারায় একটি চক্র প্রতিহিংসা বশত সাংবাদিকদের মিথ্যা ও ভুল তথ্য দিয়ে পত্রিকায় সংবাদ ছাপানোর ব্যবস্থা করে। তারা আবার বিভিন্নভাবে আমাকে হুমকি দিয়ে বলে, আমার টাকা আছে, গণমাধ্যম আমার পকেটে। তোর নামে বিভিন্ন পত্রিকায় ও নেটে আরও অনেক কিছু লেখাবো।' তারই ধারাবাহিকতায় আমাকে কিছু করতে না পেরে ঐ চক্র আমার ও অন্য মানুষের লিজের দোকানের জায়গা আমার নামে বলে সাংবাদিকদের মিথ্যা তথ্য দেয়। তারও একদিন উপরে কঠিন বিচার হবে। আমি দলের ক্ষমতা অপব্যবহারীর জুলুমের বিচার চাই। আমার দলিল, প্ল্যানপাস, ম্যাপ, লিজের কাগজ ও প্রস্তাবকৃত সকল কাগজপত্র আছে। তাই প্রকাশিত সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি এবং প্রকাশিত উক্ত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
-মাসুদ বেপারী, স্বত্ব্বাধিকারী, হোটেল গার্ডেন, ১০ নং চৌধুরী ঘাট, চাঁদপুর। জিডি ১৭৩/২০২১
ফজর | ৪:১৮ |
যোহর | ১১:৫৯ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২৪ |
এশা | ৭:৩৯ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২-সূরা বাকারা ২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
২০। বিদ্যুৎ চমক তাহাদের দৃষ্টিশক্তি প্রায় কাড়িয়া লয়। যখনই বিদ্যুতালোক তাহাদের সম্মুখে উদ্ভাসিত হয় তাহারা তখনই পথ চলিতে থাকে এবং যখন অন্ধকারাচ্ছন্ন হয় তখন তাহারা থমকিয়া দাঁড়ায়। আল্লাহ ইচ্ছা করিলে তাহাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করিতেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান।
assets/data_files/web
নত হই ছোট নাহি হই কোনমতে। _রবীন্দ্রনাথ ঠাকুর/কণিকা। ডান হাত যা দান করে বাম হাত তা জানতে পারে না-এমন দানই সর্বোৎকৃষ্ট দান।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |