কচুয়ায় সিঁধ কেটে এক নিরীহ নারীর ঘরে দুর্ধর্ষ চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মেঘদাইর গ্রামের মৃত প্রাণ বল্লব শীলের স্ত্রী কল্পনা রাণী শীলের ঘরে এ চুরির ঘটনা ঘটে।
গৃহকর্ত্রী কল্পনা রাণী শীল জানান, প্রতিদিনের মতো রাতে খাওয়া-দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ি। পরদিন বুধবার সকালে উঠে দেখি ঘরের জিনিসিপত্র এলোমেলা। এদিকে আমার বড় মেয়ে তার মোবাইল খুঁজে দেখে মোবাইলও নেই। পরে ঘরের দক্ষিণ পাশে গিয়ে দেখি ঘরের সিঁধ কাটা। পরে খোঁজাখুঁজি করে দেখি ঘরে থাকা ৩টি দামি মোবাইল সেট, আমার মেয়েদের হাতব্যাগ ও নগদ টাকা নিয়ে যায়। এদিকে আমার মেয়েদের হাতব্যাগগুলো পার্শ্ববর্তী বাড়ির পুকুর পাড়ে তারা ফেলে দেয়। সেখানে গিয়ে হাতব্যাগগুলো খুলে দেখি ভেতরে কিছুই নেই।
এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ফজর | ৪:১৮ |
যোহর | ১১:৫৯ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২৪ |
এশা | ৭:৩৯ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২-সূরা বাকারা ২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
২০। বিদ্যুৎ চমক তাহাদের দৃষ্টিশক্তি প্রায় কাড়িয়া লয়। যখনই বিদ্যুতালোক তাহাদের সম্মুখে উদ্ভাসিত হয় তাহারা তখনই পথ চলিতে থাকে এবং যখন অন্ধকারাচ্ছন্ন হয় তখন তাহারা থমকিয়া দাঁড়ায়। আল্লাহ ইচ্ছা করিলে তাহাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করিতেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান।
assets/data_files/web
নত হই ছোট নাহি হই কোনমতে। _রবীন্দ্রনাথ ঠাকুর/কণিকা। ডান হাত যা দান করে বাম হাত তা জানতে পারে না-এমন দানই সর্বোৎকৃষ্ট দান।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |