হাজীগঞ্জে সরকারি জীবন বীমা কর্পোরেশনের একজন গ্রাহকের মরণোত্তর বীমা দাবির ১ লাখ ৯৫ হাজার ৯৩০ টাকার একটি চেক নমিনির কাছে হস্তান্তর করা হয়েছে। জীবন বীমা কর্পোরেশনের হাজীগঞ্জ শাখা কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মরহুম মোঃ আলমগীর হোসেনের নমিনি ও তাঁর স্ত্রী তাছলিমা বেগমের হাতে বীমা দাবির এই চেক প্রদান করেন অতিথিবৃন্দসহ জীবন বীমার কর্মকর্তারা।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংকের এস.এ. ভিপি ও হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ মহিউদ্দিন। জীবন বীমা হাজীগঞ্জ শাখা কার্যালয়ের উন্নয়ন ম্যানেজার ইনচার্জ মোঃ আবুল ফারাহ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান, জীবন বীমার সাবেক উন্নয়ন ম্যানেজার ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আবু কালাম আজাদ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, হাজীগঞ্জ উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্। জীবন বীমার পক্ষে বক্তব্য রাখেন উন্নয়ন অফিসার রফিকুল আলম কাউছার। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেওয়াত করেন জীবন বীমার প্রতিনিধি মোঃ ওমর ফারুক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কে.এম. আরিফ। উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশন হাজীগঞ্জ শাখা কার্যালয়ের উচ্চমান সহকারী মোঃ বিল্লাল হোসেন, উন্নয়ন অফিসার মোঃ সাইফুল ইসলাম সাগর, মোঃ আলাউদ্দিন, মোঃ শাহাদাত হোসেন, অসীম কুমার সরকার, জীবন বীমা প্রতিনিধি খায়রুল আলম রোকন ও ছদরুল মোস্তফাসহ জীবন বীমা কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা ও গ্রাহক।
ফজর | ৪:১৮ |
যোহর | ১১:৫৯ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২৪ |
এশা | ৭:৩৯ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯০-সূরা বালাদ ২০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৫। সে কি মনে করে যে, কখনও তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না? ৬। সে বলে, 'আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি।' ৭। সে কি মনে করে যে, তাহাকে কেহ দেখে নাই?
কারো প্রশ্নের জবাব দিতে হলে তা প্রথমে মনোযোগ দিয়ে শোনা। _এমি লাওয়েল।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
যে ব্যক্তি আল্লস্নাহ ও আখেরাতের উপর ঈমান রাখে তার ভালো ও পরিচ্ছন্ন কথা বলা উচিত অথবা নীরব থাকা বাঞ্ছনীয় । পরিচ্ছন্ন কথা হচ্ছে দান কাজের সমতুল্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |