চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সাথে নারী উদ্যোক্তাদের (উই) শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে শহরের তরুণ নারী উদ্যোক্তাদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ আরও বেশি নারী উদ্যোক্তা তৈরি করার আহ্বান জানান। এ সময় তাদের আশ্বস্ত করেন সবধরনের সহযোগিতার। পাশাপাশি এসব উদ্যোক্তার ঘরে তৈরি বিভিন্ন খাবার পণ্য এখন থেকে জেলা প্রশাসনের সব অনুষ্ঠানে সরবরাহের পরামর্শ দেন। এতে তাদের সর্বাত্মক সহায়তা করবেন বলে আশ্বাস দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুরের তরুণ নারী উদ্যোক্তা নাদিয়া রওশন, খাদিজা ইসলাম, সাদিয়া আফরিন, নিলা রহমান, ইসমত মাইমুনাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
ফজর | ৫:২২ |
যোহর | ১২:১২ |
আসর | ৪:০৬ |
মাগরিব | ৫:৪৫ |
এশা | ৭:০০ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৫। নিশ্চয়ই ইহার মধ্যে শপথ রহিয়াছে বোধসম্পন্ন ব্যক্তির জন্য। ৬। তুমি কি দেখ নাই তোমার প্রতিপালক কি করিয়াছিলেন 'আদ বংশের- ৭। ইরাম গোত্রের প্রতি-যাহারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের?-
যার বাড়িতে একটি লাইব্রেরি আছে, মানসিক ঐশ্বর্যের দিক দিয়ে সে অনেক বড়। -হেনরিক ইবসেন।
দয়া ঈমানের প্রমাণ ; যার দয়া নেই তার ঈমান নেই।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |