কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক গণেশ চন্দ্র ধর যোগদান করেছেন। গত ১৮ নভেম্বর সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষায় ৫ জন প্রার্থীর মধ্যে তিনি সর্বোচ্চ নম্বর পাওয়ায় তাকে এ পদে মনোনীত করার জন্যে পরিচালনা পর্ষদ বরাবর সুপারিশ করে নিয়োগ বোর্ড। পরে ২২ নভেম্বর রোববার বিদ্যালয় পরিচালনা পর্যদের সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা সহকারী প্রধান শিক্ষক হিসেবে গণেশ চন্দ্র ধরকে নিয়োগপত্র প্রদান করেন। নিয়োগপত্র পেয়ে ২৪ নভেম্বর মঙ্গলবার সকালে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যদের উপস্থিতিতে প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লার নিকট যোগদানপত্র তুলে দিয়ে গণেশ চন্দ্র ধর সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করেন। যোগদানের পর তিনি বলেন, আমি সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন, পরিচালনা পর্ষদের সকল সদস্য ও এলাকাবাসীর নিকট কৃতজ্ঞ। বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রেখে গুণগত শিক্ষার মান বজায় রেখে সফলভাবে বিদ্যালয় পরিচালনা করতে পারি সেজন্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করি।
যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু, ম্যানেজিং কমিটির সদস্য কামাল হোসেন, মোস্তফা কামাল, বিদ্যোৎসাহী সদস্য কাজল রেখাসহ, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৩ |
মাগরিব | ৫:৪২ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯০-সূরা বালাদ ২০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৫। সে কি মনে করে যে, কখনও তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না? ৬। সে বলে, 'আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি।' ৭। সে কি মনে করে যে, তাহাকে কেহ দেখে নাই?
assets/data_files/web
কারো প্রশ্নের জবাব দিতে হলে তা প্রথমে মনোযোগ দিয়ে শোনা। _এমি লাওয়েল।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
যে ব্যক্তি আল্লস্নাহ ও আখেরাতের উপর ঈমান রাখে তার ভালো ও পরিচ্ছন্ন কথা বলা উচিত অথবা নীরব থাকা বাঞ্ছনীয় । পরিচ্ছন্ন কথা হচ্ছে দান কাজের সমতুল্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |