সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক নিয়ম কানুন মেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ বুধবার চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে ভাই ভাই স্পোর্টিং ক্লাব বনাম শেখ রাসেল ক্রীড়াচক্র।
চাঁদপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাদা বলে রঙ্গিন ড্রেসে এ টুর্নামেন্টের খেলাগুলো হবে। টুর্নামেন্টে অংশ নেয়া প্রতিটি দলেরই প্রথম পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে লীগ পদ্ধতিতে। প্রথম পর্বের ৬ দিনের ৬টি ম্যাচ লীগ পর্যায়ে শেষ হলেও সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে নকআউট পদ্ধতিতে।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির আয়োজনে এ টুর্নামেন্টে অংশ নিয়েছে ৬টি দল। দলগুলো হচ্ছে : আবাহনী ক্রীড়া চক্র, পূর্ব শ্রীরামদী ক্লাব, উদয়ন ক্লাব, শেখ রাসেল ক্রীড়াচক্র, ভাই ভাই স্পোর্টিং ক্লাব ও তালতলা স্পোর্টিং ক্লাব।
খেলার পিকচার অনুযায়ী উদ্বোধনী দিনের পরদিন ২৬ নভেম্বর খেলবে আবাহনী ক্রীড়াচক্র বনাম উদয়ন ক্লাব। ২৭ নভেম্বর তালতলা স্পোর্টিং ক্লাব বনাম ভাই ভাই স্পোর্টিং ক্লাব। ২৮ নভেম্বর পূর্ব শ্রীরামদী ক্রীড়া চক্র বনাম উদয়ন ক্লাব। ২৯ নভেম্বর শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম তালতলা স্পোর্টিং ক্লাব। ৩০ নভেম্বর আবাহনী ক্রীড়াচক্র বনাম পূর্ব শ্রীরামদী ক্লাব।
প্রথম পর্বের গ্রুপ পর্যায়ের শীর্ষ দুই গ্রুপের ৪টি দল সেমিফাইনাল খেলায় অংশ নেবে। সেমিফাইনালের নকআউট পর্বের জয়ী দলগুলো ফাইনাল খেলবে।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৩ |
মাগরিব | ৫:৪২ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮২-সূরা ইন্ফিতার ১৯ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১। আকাশ যখন বিদীর্ণ হইবে, ২। যখন নক্ষত্রম-লী বিক্ষিপ্তভাবে ঝরিয়া পড়িবে, ৩। সমুদ্র যখন উদ্বেলিত হইবে, ৪। এবং যখন কবর উন্মোচিত হইবে,
সাহায্য করা ভালো কিন্তু সাহায্য যেন কাউকে অলস করে না তোলে। -ডাবিস্নউ এস গিলবার্ট।
অভ্যাগত অতিথির যথাসাধ্য সম্মান করা প্রত্যেক মুসলমানের অবশ্য কর্তব্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |