চাঁদপুর শহরের পুরাণবাজার ঘোষপাড়া সত্যভূম মন্দিরে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের তিন দিনব্যাপী ৩১তম বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ২২ নভেম্বর ৬ অগ্রহায়ণ রোববার নগর কীর্তন বাল্যভোগ ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব। বিকেলে অনুষ্ঠিত হয় বেদ বাণী পাঠ ও ঠাকুর প্রসঙ্গে আলোচনা সভা। সন্ধ্যায় গঙ্গা আহ্বান, উৎসব অধিবাস, নামযজ্ঞ আরম্ভ এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা ও প্রসাদ বিতরণ হয়েছে।
গতকাল ২৩ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হয় অহোরাত্র শ্রী শ্রী মহানাম যজ্ঞ, কৈবল্যনাথের পূজা, ভোগরাগ এবং সন্ধ্যায় সত্যনারায়ণ পূজা।
আজ ২৪ নভেম্বর মঙ্গলবার মহাপ্রসাদ বিতরণ এবং শ্রী শ্রী মহানাম যজ্ঞের সমাপনী। ৬টি কীর্তন দল এই উৎসবে অংশ নেয়। জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য জুয়েল কান্তি দত্ত নন্দু জানান, স্বাস্থ্যবিধি মেনে অসংখ্য ভক্ত এ উৎসবে উপস্থিত হয়।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৩ |
মাগরিব | ৫:৪২ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮১-সূরা তাকভীর ২৯ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ২৫। এবং ইহা অভিশপ্ত শয়তানের বাক্য নহে। ২৬। সুতরাং তোমরা কোথায় চলিয়াছ? ২৭। ইহা তো শুধু বিশ্বজগতের জন্য উপদেশ, ২৮। তোমাদের মধ্যে যে সরল পথে চলিতে চাহে, তাহার জন্য। ২৯। তোমরা ইচ্ছা করিবে না, যদি জগতসমূহের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করেন।
যে ব্যক্তি জীবনে শক্তির স্বাদ পায়নি তার জীবন বৃথা। -সক্রেটিস।
যে শিক্ষা গ্রহণ করে তার মৃত্যু নেই।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |