দৈনিক হিসেবে ডিক্লারেশন পেলো সাপ্তাহিক শপথ পত্রিকা। রোববার ২৩ নভেম্বর বিকেলে পত্রিকার সম্পাদক কাদের পলাশের হাতে ঘোষণাপত্র তুলে দেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। পত্রিকাটি সাপ্তাহিক শপথ নামে দেড় বছর আগে যাত্রা শুরু করে। শুরুর পর থেকে ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করে পত্রিকাটি।
ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সহ-সভাপতি ও চাঁদপুর প্রবাহ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা ও সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন এবং সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস। দৈনিক শপথের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট হেলাল উদ্দীন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক মুহাম্মদ ফরিদ হাসান, শপথ-এর ব্যবস্থাপনা সম্পাদক হোসাইন মোহাম্মদ মন্টু পাটোয়ারী, ফিচার সম্পাদক এইচএম জাকির, স্টাফ রিপোর্টার বিল্লাল ঢালী এবং নজরুল ইসলাম আতিক।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৩ |
মাগরিব | ৫:৪২ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮১-সূরা তাকভীর ২৯ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ২৫। এবং ইহা অভিশপ্ত শয়তানের বাক্য নহে। ২৬। সুতরাং তোমরা কোথায় চলিয়াছ? ২৭। ইহা তো শুধু বিশ্বজগতের জন্য উপদেশ, ২৮। তোমাদের মধ্যে যে সরল পথে চলিতে চাহে, তাহার জন্য। ২৯। তোমরা ইচ্ছা করিবে না, যদি জগতসমূহের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করেন।
যে ব্যক্তি জীবনে শক্তির স্বাদ পায়নি তার জীবন বৃথা। -সক্রেটিস।
যে শিক্ষা গ্রহণ করে তার মৃত্যু নেই।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |