চাঁদপুর সদর উপজেলাধীন ১৩নং হানারচর ইউনিয়নের বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও ব্যবসায়ী আঃ মতিন ছৈয়াল শনিবার রাত ২টার দিকে অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে-------------রাজেউন)। ২২ নভেম্বর রোববার বাদ জোহর মরহুমের জানাজা গোবিন্দিয়া গ্রামের নিজ বাাড়তে অনুষ্ঠিত হয়। জানাজা ও দাফন অনুষ্ঠানে অগণিত ধর্মপ্রাণ মুসলি্ল উপস্থিত ছিলেন। মতিন ছৈয়াল ছাত্রদল নেতা মামুন ছৈয়ালের পিতা। এদিকে মতিন ছৈয়ালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য এসএ সুলতান টিটু, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিঃ-এর অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি সফিউদ্দিন হাওলাদার, সিনিয়র সদস্য রফিকুল ইসলাম ভূঁইয়া ও সদস্য ফয়সাল আহমেদ বাহার গাজী। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১০ |
আসর | ৪:০১ |
মাগরিব | ৫:৪০ |
এশা | ৬:৫৬ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮১-সূরা তাকভীর ২৯ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ২১। যাহাকে সেথায় মান্য করা হয়, যে বিশ্বাস ভাজন। ২২। আর তোমাদের সাথী উন্মাদ নহে, ২৩। সে তো তাহাকে স্পষ্ট দিগন্তে দেখিয়াছে, ২৪। সে অদৃশ্য বিষয় সম্পর্কে কৃপণ নহে।
ঘুম পরিশ্রমী মানুষকে সৌন্দর্য প্রদান করে। -টমাস ডেককার।
ধর্মের পর জ্ঞানের প্রধান অংশ হচ্ছে মানবপ্রেম-আর পাপী পুণ্যবান নির্বিশেষে মানুষের মঙ্গল সাধন।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |