'আমরা এসএসসি '৯২' ব্যাচের উদ্যোগে চাঁদপুরে তিনশ' পরিবারের মাঝে ১ মাসের করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বৈশি্বক মহামারী করোনা ভাইরাসের কারণে এসএসসি '৯২ ব্যাচের চলতি বছরের ১৭ জানুয়ারির পুনর্মিলনী ফান্ড থেকে অসহায় হয়ে পড়া পরিবারের মাঝে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ব্যাচের প্রবাসী বন্ধুরা ত্রাণ সহায়তার জন্য মোটা অংকের আর্থিক সহায়তা করেন এবং বাংলাদেশে বসবাসরত চাঁদপুরের বন্ধুরাও সাধ্যমতো আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন। সাহায্য প্রার্থীদের যাচাই বাছাই করে পালবাজারের একটি নির্দিষ্ট দোকানে মোবাইল ফোন নম্বরের মাধ্যমে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয় এবং যাতায়াতের জন্য ১শ' টাকাও দেয়া হয়। যাতে ত্রাণ নিয়ে পালবাজার থেকে বাড়িতে যেতে পারে। এ নিয়ে সার্বক্ষণিক একটি মনিটরিং টিম কাজ করছে। গ্রুপে এ নিয়ে মোবাইল ফোনে কথা বলে ম্যাসেজ দিয়ে যে যেভাবে পারছেন এগিয়ে আসছেন।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৪ |
মাগরিব | ৫:৪৩ |
এশা | ৬:৫৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৬৯-সূরা হাক্কা : ৫২ আয়াত, ২ রুকু, মক্কী ১৬। এবং আকাশ বিদীর্ণ হইয়া যাইবে আর সেই দিন উহা বিশ্লিষ্ট হইয়া পরিবে। ১৭। ফিরিশ্তাগণ আকাশের প্রান্তদেশে থাকিবে এবং সেই দিন আটজন ফিরিশ্তা তোমার প্রতিপালকের আরশকে ধারণ করিবে তাহাদের ঊধর্ে্ব।
বেদনা হচ্ছে পাপের শাস্তি। -বুদ্ধদেব।
স্বভাবে নম্রতা অর্জন কর।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |