মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে গ্রামবাসীর উদ্যোগে ২শ' পরিবারেরর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা করেছে। গ্রামের সচ্ছল ব্যক্তিদের অর্থায়নে একই গ্রামের অসহায় ও দুঃস্থদের ঈদ সামগ্রী ১৯ মে মঙ্গলবার সকালে ব্রাহ্মণচক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সুলতান মাহমুদ মিয়া।
যুবলীগ নেতা হুমায়ুন কবিরের পরিচালনায় ও সমাজসেবক তোফাজ্জল হোসেন প্রধানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান প্রধান, শিল্পপতি আলহাজ্ব কোরবান ঢালী, সমাজসেবক আবদুল খালেক মিয়াজি, নুরুজ্জামান প্রধান, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা সরকার, ইউপি সদস্য দুলাল প্রধান, মহন মিয়াজী, শাহআলী প্রধান, ইলিয়াস প্রধান প্রমুখ।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১০ |
আসর | ৪:০২ |
মাগরিব | ৫:৪১ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৬৯-সূরা হাক্কা : ৫২ আয়াত, ২ রুকু, মক্কী ১৬। এবং আকাশ বিদীর্ণ হইয়া যাইবে আর সেই দিন উহা বিশ্লিষ্ট হইয়া পরিবে। ১৭। ফিরিশ্তাগণ আকাশের প্রান্তদেশে থাকিবে এবং সেই দিন আটজন ফিরিশ্তা তোমার প্রতিপালকের আরশকে ধারণ করিবে তাহাদের ঊধর্ে্ব।
বেদনা হচ্ছে পাপের শাস্তি। -বুদ্ধদেব।
স্বভাবে নম্রতা অর্জন কর।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |