চাঁদপুর জেলা চরিত্রগঠন আন্দোলন পরিষদ কর্তৃক চরিত্রগঠন আন্দোলন সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জানুয়ারি বিকেলে পুরাণবাজার ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার বলেন, চরিত্রগঠন আন্দোলন এখন সময়ের দাবি। ভালো মানুষ হতে হলে আমাকে ভালো চরিত্রের অধিকারী হতে হবে। স্বামী স্বরূপানন্দ ১০৬ বছর আগে অনুভব করেছিলেন চরিত্রগঠনের প্রয়োজনীয়তা এবং সেই প্রয়োজনীয়তা অনুভব করেই তিনি চাঁদপুর ঘোড়ামারা মাঠ থেকে সর্বপ্রথম চরিত্রগঠন আন্দোলনের ডাক দেন। অযাচক আশ্রম চাঁদপুরের পৃষ্ঠপোষকতায় প্রতি বছর জানুয়ারি মাসের ১ তারিখ চাঁদপুরে চরিত্রগঠন আন্দোলন দিবস পালিত হয়ে আসছে। সেই আলোকে আগামী ৭ ফেব্রুয়ারি চাঁদপুরে চরিত্রগঠন আন্দোলন সমাবেশ আয়োজন করার লক্ষ্যে চরিত্রগঠন আন্দোলন পরিষদ যে উদ্যোগ নিয়েছে তার সফলতা কামনা করছি। আমি মনে করি সুন্দর সমাজ বিনির্মাণে সকলের এগিয়ে আসা আবশ্যক।
চরিত্রগঠন আন্দোলন পরিষদের সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়ার সভাপ্রধানে পরিষদের অন্যতম উপদেষ্টা রোটারিয়ান কাজী শাহাদাত বলেন, কোনো ধর্মীয় চেতনা নিয়ে আমরা চরিত্রগঠন আন্দোলন পরিষদ করিনি। অসামপ্রদায়িক চেতনা নিয়ে আমরা এ পরিষদ করেছি। এখানে সকল ধর্মের মানুষ রয়েছে। আমাদের লক্ষ্য সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা, আর তা করতে হলে প্রয়োজন সৎ চরিত্রের অধিকারী হওয়া। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। চরিত্রগঠন আন্দোলন দিবসটি জাতীয় দিবসে পরিণত হোক এটাই আমাদের কাম্য। এর প্রয়োজনীয়তা অনুভব করেই আমরা চাঁদপুরে চরিত্রগঠন আন্দোলন সমাবেশ করার উদ্যোগ গ্রহণ করেছি। এ সমাবেশে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি উপস্থিত থাকবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। তিনি সমাবেশে সকলের উপস্থিতি কামনা করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক রাজন চন্দ্র দের উপস্থাপনায় বক্তব্য রাখেন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক অযাচক আশ্রম চাঁদপুরের অধ্যক্ষ সুখরঞ্জন ব্রহ্মচারী, উপদেষ্টা রেভার মনিন্দ্র বর্মন, যুগ্ম সম্পাদক রোটারিয়ান গৌতম কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মৃনাল কান্তি দাস, সদস্য বিমল চৌধুরী প্রমুখ।
উপস্থিত ছিলেন পদক্ষেপ বাংলাদেশের সভাপতি মুক্তা পীযূষ, চরিত্রগঠন আন্দোলন পরিষদের সদস্য অঞ্জন কুমার দাস, গৌতম ঘোষ, তাপস রায়, পরেশ চন্দ্র দাস প্রমুখ। সভায় ব্যাপক আলোচনা শেষে অনুষ্ঠান উদযাপন করার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অধ্যক্ষ রতন কুমার মজুমদারকে আহ্বায়ক ও চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরীকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। আগামী ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা মিলনায়তনে সমাবেশটি আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ফজর | ৫:০২ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:২৫ |
মাগরিব | ৬:০৬ |
এশা | ৭:১৯ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯৯-সূরা যিল্যাল ০৮ আয়াত, ১ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৪। সেই দিন পৃথিবী তাহার বৃত্তান্ত বর্ণনা করিবে, ৫। কারণ তোমার প্রতিপালক তাহাকে আদেশ করিবেন, ৬। সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাহির হইবে, যাহাতে উহাদিগকে উহাদের কৃতকর্ম দেখান যায়,
assets/data_files/web
যার বশ্যতার মধ্যে তোমার স্বার্থ নিহিত, তার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ো না। _এরিস্টিটল।
যে শিক্ষিত ব্যক্তিকে সম্মান করে, সে আমাকে সম্মান করে
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |