চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতায় এলাকা নং-৩-এর পরিচালক পদে নির্বাচন করতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন জাকির হোসেন পাটওয়ারী। কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে জাকির হোসেনের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। তবে কী কারণে সেটি অবৈধ করা হলো তা সুনির্দিষ্টভাবে তাকে জানানো হয়নি অভিযোগ এনে নির্বাচন স্থগিত এবং একক প্রার্থী হিসেবে নূরনবী পাটওয়ারীকে নির্বাচিত ঘোষণা না দেয়ার জন্যে ২১ জানুয়ারি চাঁদপুরের বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত ওই অভিযোগ আমলে নিয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর নির্বাচন কমিশন ও সহকারী নির্বাচন কমিশনারকে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে।
আদালতে দায়েরকৃত অভিযোগ ও প্রার্থী জাকির হোসেন থেকে জানা যায়, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-০২-এর আওতায় এলাকা নং-৩-এর পরিচালক পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন প্রধান। সেমতে ৩ ও ৪ ডিসেম্বর মনোনয়ন ক্রয়ের তারিখ নির্ধারণ করেন। ৫ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ নির্ধারণ ছিলো। তারই প্রেক্ষিতে পরিচালক পদে প্রার্থী মোঃ জাকির হোসেন (পিতা মোঃ ওয়াজিদ উল্যাহ পাটওয়ারী সাং কাওনিয়া) ও মোঃ নুরুন নবী পাটওয়ারী (পিতা মৃত জয়নাল আবেদিন পাটওয়ারী সাং পশ্চিম বড়ালী) এ দু'জন যথাসময়ে যথা নিয়মে মনোনয়নপত্র সংগ্রহ করে সম্পূর্ণ নিয়মকানুন মেনে জমা প্রদান করেন। গত ১০ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন নির্ধারণ ছিলো। প্রার্থীদ্বয়ের উপস্থিতিতে মনোনয়ন যাচাই-বাছাইয়ের ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে দেখা যায়, জাকির হোসেনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু কী কারণে কেনো মনোনয়নটি অবৈধ ঘোষণা করা হলো সেটা জাকির হোসেন নির্বাচন কমিশনের কাছে জানতে চাইলে রহস্যজনক কারণে লিখিত বা মৌখিক কোনো কারণ জানানো হয়নি এবং এক পর্যায়ে অপারগতা স্বীকার করা হয়।
এ বিষয়ে মোঃ জাকির হোসেনের সাথে কথা হলে তিনি জানান, আমি নিরূপায় হয়ে সুবিচারের জন্য আদালতের শরণাপন্ন হয়েছি। আমি আশা করি নির্বাচন কমিশন আদালতের দেয়া আদেশের প্রতি সম্মান জানিয়ে আমার বিষয়গুলো আদালতের মাধ্যমে আমাকে অবহিত করবেন।
ফজর | ৫:০৭ |
যোহর | ১২:১২ |
আসর | ৪:২৩ |
মাগরিব | ৬:০৪ |
এশা | ৭:১৬ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯৮-সূরা বায়্যিনাঃ ০৮ আয়াত, ১ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১। কিতাবীদের মধ্যে যাহারা কুফরী করিয়াছিল তাহারা এবং মুশরিকরা আপন মতে অবিচলিত ছিল যে পর্যন্ত না তাহাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসিল- ২। আল্লাহর নিকট হইতে এক রাসূল, যে আবৃত্তি করে পবিত্র গ্রন্থ,
assets/data_files/web
ফুলের আয়ু কত স্বল্প কিন্তু সেই স্বল্প জীবন পরিধিই কত মহিমাময়। _টমাস উইলসন।
মজুরের গায়ের ঘাম শুকাবার আগে তার মজুরি দিয়ে দাও।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |