ফজর | ৫:০৯ |
যোহর | ১১:৫২ |
আসর | ৩:৩৭ |
মাগরিব | ৫:১৬ |
এশা | ৬:৩৪ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৫৮-সূরা মুজাদালা ২২ আয়াত, ৩ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ০৬। সেই দিন, যেদিন উহাদের সকলকে একত্রে উত্থিত করা হইবে এবং উহাদিগকে জানাইয়া দেওয়া হইবে যাহা উহারা করিতো; আল্লাহ উহার হিসাব রাখিয়াছেন, আর উহারা তাহা বিস্মৃত হইয়াছে। আল্লাহ সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা।
আনন্দ এমন একটা ফল যা অনুন্নত দেশে দুষ্প্রাপ্য। -জন কেনড্রিক।
প্রত্যেক কওমের জন্য একটি পরীক্ষা আছে আর আমার উম্মতদের পরীক্ষা তাদের ধন-দৌলত।
|
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকল দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে ৩নং ওয়ার্ডের মধ্য ভিঙ্গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ দ্বি-বার্ষিক সম্মেলনে স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার বেগের সভাপতিত্বে ও কাজী মিলনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বোরহান উদ্দিন জুটন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম মিয়াজী। নেতৃবৃন্দ বলেন, দেশ আজ ক্রান্তিকাল পার করছে। দেশের সর্বত্র অরাজকতা আর দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের জনগণ দিশেহারা। এখনই সময় হয়েছে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে হটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তাই স্বেচ্ছাসেবকদল নেতৃবৃন্দকে সর্বদা আন্দোলনের জন্যে প্রস্তুত থাকতে হবে। বক্তব্য রাখেন যুবদল নেতা আলী আকবর টেলু, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ আখন, স্থানীয় বিএনপি নেতা আঃ মতিন গাজী, মোঃ হেলাল মিয়াজী। সম্মেলনের ২য় অধিবেশনে মোঃ জসিম উদ্দিনকে সভাপতি, মোঃ ইমরান ঢালী সাধারণ সম্পাদক, মাহবুব আলমকে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান গাজী এবং সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম কাজীকে মনোনীত করে ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল কমিটি ঘোষণা করা হয়।
হ্যাঁ | না | মতামত নেই |