চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের এলজিএসপি-৩ (বিবিজি)-এর বরাদ্দকৃত অর্থায়নে ২০১৮-২০১৯ অর্থবছরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র, কেতুয়া কমিউনিটি ক্লিনিক, ভাটেরগাঁও কমিউনিটি ক্লিনিক, দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিকে ডায়াবেটিক কিটস, প্রেশার মেশিন ও ওয়েট মেশিন বিতরণ করা হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর রোববার দুপুর ৩টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ নাজির হোসেনের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিয়নের সবক'টি স্বাস্থ্য কেন্দ্রে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন সামগ্রী দিয়ে আসছি। এর পাশাপাশি স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে বিগত দিনগুলোতে। আর এর বাস্তব উদাহরণ দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিক চাঁদপুর সদর উপজেলার মধ্যে একটি মডেল ক্লিনিকে রূপান্তরিত হওয়া। অতীতের ন্যায় এ অর্থবছরেও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রসহ ৩টি কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক স্বাস্থ্যসেবার যন্ত্রাংশ দিতে পেরেছি। সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের এই সেবা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের সচিব, ইউপি সদস্য বিলকিছ বেগম, ইউপি সদস্য আনোয়ার হোসেন খোকা পাটওয়ারী, ফিরোজা বেগম, এসএসিএমও শাহালম হোসেন, এফডবিস্নওভি জাহানারা বেগম, দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি তাহমিনা আক্তার, কেতুয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মঞ্জুরুল আলম। এ সময় ইউপি সচিব মোঃ ফজলুল হক গাজী, ২নং ওয়ার্ড ইউপি সদস্য আবু সাঈদ হাওলাদার, সমাজসেবক আব্দুর রশিদ মাস্টার, রফিকুল ইসলাম (রপু) হজিসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৩ |
মাগরিব | ৫:৪২ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯০-সূরা বালাদ ২০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৫। সে কি মনে করে যে, কখনও তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না? ৬। সে বলে, 'আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি।' ৭। সে কি মনে করে যে, তাহাকে কেহ দেখে নাই?
assets/data_files/web
কারো প্রশ্নের জবাব দিতে হলে তা প্রথমে মনোযোগ দিয়ে শোনা। _এমি লাওয়েল।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
যে ব্যক্তি আল্লস্নাহ ও আখেরাতের উপর ঈমান রাখে তার ভালো ও পরিচ্ছন্ন কথা বলা উচিত অথবা নীরব থাকা বাঞ্ছনীয় । পরিচ্ছন্ন কথা হচ্ছে দান কাজের সমতুল্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |