চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন শিশু-কিশোরদের ভবিষ্যৎ সুস্থ জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। আর সে আশঙ্কার বিষয়টি হচ্ছে মোবাইলের প্রতি আসক্তি। তিনি গতকাল মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলা কমপ্লেক্সে তাঁর অফিসে স্বাস্থ্য বিষয়ক একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে যিয়ে প্রসঙ্গক্রমে এ আশঙ্কার কথা জানান। তিনি বিশ^ স্বাস্থ্য সংস্থার উদ্ধৃতি দিয়ে বলেন, শিশু-কিশোররা যেভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে, তা মাদকের চেয়েও ভয়াবহ আকার ধারণ করছে। মাদক যেভাবে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, তেমনি অতিরিক্ত মোবাইল ব্যবহার এবং মোবাইলের প্রতি আসক্তি শিশু-কিশোরদের চোখ নষ্ট করছে, ব্রেনে সমস্যা সৃষ্টি হচ্ছে। আবার দেখা গেছে যে, মোবাইল মাথার কাছে রেখে ঘুমিয়ে যাচ্ছে, অনেক সময় মোবাইল বিস্ফোরণ ঘটে মৃত্যুর কারণ হতে পারে। আবার দেখা যায় যে, চার্জ অবস্থায় মোবাইলও ব্যবহার করছে। এসব খুব ক্ষতিকর। বিশেষ করে বাচ্চারা যেভাবে মোবাইলের প্রতি দিন দিন আসক্তি হচ্ছে তা মাদকের আসক্তির চেয়েও ভয়াবহ আকার ধারণ করছে। দেখা গেছে যে, মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে এবং কানে হ্যাডফোন লাগিয়ে রাস্তা পার হচ্ছে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছে। আর তখন দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। অতিরিক্ত মোবাইল ব্যবহার এবং আসক্তি থেকে আমাদের নিজেদের বেরিয়ে আসতে হবে এবং বাচ্চাদের এটা থেকে রক্ষা করতে হবে।
উল্লেখ্য, ডাঃ সাজেদা বেগম পলিনের এই কথাগুলো সবাই আগ্রহের সাথে শুনেন এবং তাঁকে ধন্যবাদ জানান।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১০ |
আসর | ৪:০০ |
মাগরিব | ৫:৩৯ |
এশা | ৬:৫৫ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৫১-সূরা সূরা তূর নতুন দিনই নতুন চাহিদা এবং নতুন দৃষ্টিভঙ্গীর উদয় করে। -জন লিডগেট। ক্ষমতায় মদমত্ত জালেমের জুলুমবাজির প্রতিবাদে সত্য কথা বলা ও মতের প্রচারই সর্বোৎকৃষ্ট জেহাদ। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |